ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘মুখ ও মুখোশ রূপ ও রূপক’ মুক্তি পাচ্ছে ১৩ জুলাই

প্রকাশিত: ০৪:১০, ৭ জুলাই ২০১৮

   ‘মুখ ও মুখোশ রূপ ও রূপক’ মুক্তি পাচ্ছে ১৩ জুলাই

স্টাফ রিপোর্টার ॥ গল্পটি ভিন্নধারার। যেখানে চরম রাজনৈতিক বিশ্বাস ও প্রেমকে উপস্থাপন করা হয়েছে ভিন্ন আঙ্গিকে। এমনই এক গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছেন গোলাম মোস্তফা শিমুল। এ মাসের ১৩ তারিখে সারাদেশে মুক্তি পাচ্ছে চলচ্চিত্রটি। গোলাম মোস্তফা শিমুল বলেন, মাঝ বয়সী একজন মানুষের অনুভূতি ও বিশ্বাসের গল্প এটি। চরমপন্থি রাজনৈতিক দলের সক্রিয় সদস্য থেকে ব্যক্তি জীবনে ফিরে আসেন তিনি। প্রেমেও চরমপন্থি হয়ে ওঠা আর সমাজ কর্তৃক প্রত্যাখ্যাত হওয়া এবং তার ফলাফলের মধ্য দিয়েই চলচ্চিত্রটির গল্প এগিয়েছে। মাঝ বয়সে এসে মানুষ কি আর সম্পূর্ণ মানুষ থাকে না? এ বয়সে কি প্রেম আসতে পারে না? নাকি এই বয়সে প্রেমের অধিকার হারায় জীবন? এমনই কাহিনী দর্শকরা এখানে দেখতে পাবেন। ‘মুখ ও মুখোশ রূপ ও রূপক’ চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন লাক্স তারকা নাফিজা চৌধুরী নাফা, কাজী রাজু, দিপান্বিতা মার্টিন, খাইরুল আলম সবুজ, ফারুক কাদরী, কামাল আহমেদ, মঞ্জুরুল আলম পান্নাসহ অনেকে। গানে কণ্ঠ দিয়েছেন সুবীর নন্দী, ফাতিমা-তুজ-জোহরা ও ফিরোজ কবির ডলার। সাথী ইসলাম নিবেদিত ও কেয়া খালেক মাল্টিমিডিয়া প্রযোজিত ‘মুখ ও মুখোশ রূপ ও রূপক’ চলচ্চিত্রটির পরিবেশনার দায়িত্বে আছে আর্শীবাদ চলচ্চিত্র।
×