ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রকৃতির ভারসাম্য রক্ষায় মাগুরায় সড়কে নিম ও মেহগনি গাছ

প্রকাশিত: ০৪:০৮, ৭ জুলাই ২০১৮

    প্রকৃতির ভারসাম্য রক্ষায় মাগুরায় সড়কে নিম ও মেহগনি গাছ

প্রকৃতির ভারসাম্য রক্ষায় সরকারী উদ্যোগে মাগুরার বিভিন্ন সড়কে ২৮ হাজার মেহগনি ও নিম গাছ লাগানো হয়েছে। মাগুরা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর ২ বছর মেয়াদী দুটি প্রকল্পে বৃক্ষ রোপণের এ কর্মসূচী হাতে নেয়। এই প্রকল্পের অধীনে এসব গাছ রক্ষণাবেক্ষণের জন্য নিয়োগ দেয়া হয়েছে ২৮ জন দুস্থ নারীকে। যা তাদের জীবনে এনেছে সচ্ছলতা। মাগুরা সদর উপজেলার কাটাখালী-রাঘবদাইড়, চন্দ্রপ্রতাপ-পশ্চিম বাড়িয়ালা, হাজীপুর-গাংনালিয়াসহ বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে প্রতিটি সড়কের দুপাশে শোভা পাচ্ছে এসব গাছ। এখানে কর্মরত নারী শ্রমিকরা জানান, নিয়মিতভাবে পরিচর্যা করে তারা গাছগুলো বড় করে তুলছেন। এ জন্য তারা প্রতিদিন ১৫০ টাকা মাসিক ৪ হাজার ৫শ’ টাকা হারে ভাতা পান। সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তারা এসব সড়কে দায়িত্বরত থাকেন। কোন গাছ মরে গেলে নিজ দায়িত্বে তা আবার লাগিয়ে দেন। এই কাজে নিযুক্ত হবার পর তাদের সংসারে আর্থিক সচ্ছলতা এসেছে। তবে এ বছরের জুন মাসে প্রকল্পের মেয়াদ শেষ হবার পর এটির পরবর্তী রক্ষণাবেক্ষণ নিয়ে তারা চিন্তিত। এ কারণে তারা প্রকল্পের মেয়াদ বাড়ানোর দাবি জানিয়েছেন। এলাকাবাসীর মতে, এটি কেবল প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় নয়, বরং পাখিরা এখানে এসে বসতে পারলে পার্শ¦বর্তী মাঠের ফসলের পোকা দমনে সহায়ক হবে এটি। সে কারণে গাছগুলোকে বাঁচিয়ে রাখতে সরকারের পাশাপাশি স্থানীয় জনগণকে উদ্যোগী হতে হবে। -সঞ্জয় রায় চৌধুরী, মাগুরা থেকে
×