ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সিলেট সিটির ভোটে প্রাধান্য পাবে জনদুর্ভোগ ইস্যু

প্রকাশিত: ০২:৫৭, ৭ জুলাই ২০১৮

 সিলেট সিটির ভোটে প্রাধান্য পাবে জনদুর্ভোগ ইস্যু

স্টাফ রিপোর্টার ॥ সিলেট সিটির ভোটে এবার প্রাধান্য পাবে জনদুর্ভোগের বিষয়গুলো। ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থীর অভিযোগ, গত ৫ বছরে জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন মেয়র আরিফুল হক। তবে, এ জন্য সরকারকে দায়ী করেছেন সদ্য সাবেক মেয়র। পাড়া-মহল্লা থেকে শুরু করে নগরীর সর্বত্রই এখন আলোচনার বিষয় সিটি নির্বাচন। সেই সঙ্গে নাগরিকরা হিসাব কষছেন গত ৫ বছরে তারা কী পেয়েছেন? বিশেষ করে নগরীর যানজট, ফুটপাত দখল এবং বিশুদ্ধ পানীয় জলের সমস্যার কাক্সিক্ষত সমাধান মেলেনি। নাগরিক সমাজের প্রতিনিধিরাও মনে করেন, এবারের নির্বাচনে জনদুর্ভোগের এই ইস্যুগুলো প্রাধান্য পাবে। সদ্য সাবেক মেয়র বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী এবারও নির্বাচন করছেন ধানের শীষের ব্যানারে। অভিযোগ নগরীর উন্নয়নে তিনি অনেক পরিকল্পনা নিলেও সরকারের ষড়যন্ত্র তার পুরোটা বাস্তবায়ন করা যায়নি। তবে, সাবেক দু’বারের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান যিনি এবারও আওয়ামী লীগের পার্থী, তার অভিযোগ মানুষের কল্যাণে কাজ করতে পুরোপুরি ব্যর্থ আরিফুল হক।
×