ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নিভৃতপল্লীতে এ্যাম্বুলেন্স সেবা

প্রকাশিত: ০২:৫২, ৭ জুলাই ২০১৮

 নিভৃতপল্লীতে এ্যাম্বুলেন্স সেবা

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৬ জুলাই ॥ দ্রুততম সময়ে প্রত্যন্ত অঞ্চলের রোগীদের হাসপাতালে পৌঁছানো এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ঠাকুরগাঁওয়ের নিভৃত পল্লী বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। শুক্রবার বিকেলে ফিতা কেটে এ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ সফিকুল ইসলাম। এ উপলক্ষে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান সমর চ্যাটার্জীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ সফিকুল ইসলাম এবং এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আঃ মান্নান। বীর মুক্তিযোদ্ধা নীলকান্ত সিংহ, আব্দুল গফুর, রাজকুমার সিংহ, জীতেন্দ্রনাথ সিংহসহ ব্যক্তিবর্গ বক্তব্য প্রদান করেন। উল্লেখ্য, এলজিএসপি: ৩ এর অর্থায়নে সাত লাখ টাকা ব্যয়ে অসহায়, দুস্থ ও সাধারণ রোগীদের দ্রুুত সময়ে হাসপাতালে পৌঁছানোর উদ্দেশ্যে এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়। এতে নামমাত্র জ্বালানি খরচে নির্ধারিত ভাড়ায় রোগীদের হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করা হবে। নিভৃত পল্লীর মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এই এ্যাম্বুলেন্স সেবা ব্যবস্থা এটি জেলায় দ্বিতীয় উদ্যোগ।
×