ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দিশারী পরিবহনের চালক দুই দিনের রিমান্ডে

প্রকাশিত: ০৭:৫৯, ৬ জুলাই ২০১৮

  দিশারী পরিবহনের চালক দুই দিনের  রিমান্ডে

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মিরপুর চিড়িয়াখানা সড়কে বাসের ধাক্কায় বিইউবিটি শিক্ষার্থী সৈয়দ মাসুদ রানা নিহত হওয়ার ঘটনায় দিশারী পরিবহনের চালক মোঃ হানিফ ওরফে মুন্নার দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার রিমান্ড শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী এ আদেশ দেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা শাহ আলী থানার সাবইন্সপেক্টর অনুস কুমার সরকার আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। আসামিপক্ষে এ্যাডভোকেট ইলিয়াস সরকার রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবুসহ কয়েকজন জামিনের বিরোধিতা করে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন নামঞ্জুর করে দু’দিনের রিমান্ডের আদেশ দেয়। বুধবার ভোরে লক্ষ্মীপুর জেলায় নিজ বাড়ি থেকে হানিফকে গ্রেফতার করা হয়। মাসুদ রানা মিরপুর চিড়িয়াখানা সড়কে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এ্যান্ড টেকনোলজির (বিইউবিটির) বিবিএর ৩০তম ব্যাচের ছাত্র ছিলেন। তার বাড়ি মিরপুরের দক্ষিণ বিসিল এলাকায়।
×