ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এ্যাডভোকেট চিত্রা রায়;###;সুপ্রীমকোর্ট, বাংলাদেশ

আইনী পরামর্শ

প্রকাশিত: ০৭:৩৯, ৬ জুলাই ২০১৮

আইনী পরামর্শ

প্রশ্ন : আমি মধুমিতা সাহা, আমার পিতা মায়ের নামে কিছু জমি সাব-কবলা করে দিয়েছেন। আমার পিতা ও মাতার মৃত্যু হয়েছে। আমরা ৪ ভাই ও ১ বোন। আমি বিবাহিতা। এখন পর্যন্ত আমার কোন সন্তান হয় নাই। সম্পত্তি নিয়ে ভাইদের সহিত দ্বন্দ্ব। হিন্দু আইন অনুসারে আমি মায়ের সম্পত্তি পেতে পারি কী? কতটুকু আমি পাব? এ ক্ষেত্রে আমার করণীয় কী? নাম প্রকাশে অনিচ্ছুক উত্তর : যেহেতু উক্ত সম্পত্তি আপনার পিতা আপনার মায়ের নামে ক্রয় করিয়াছেন তাহা পিতার অর্থ ক্রয়কৃত বিধায় হিন্দু উত্তরাধিকার আইন ১৯৫৬ অনুযায়ী স্ত্রী ধন বা নারী সম্পত্তি (ড়িসধহ ঢ়ৎড়ঢ়বৎঃু) নয়। এবং উক্ত সম্পত্তি কোন কন্যা বিবাহিত বা অবিবাহিত কেহই প্রাপ্ত হইবে না। শুধুমাত্র পুত্রগণই এই সম্পত্তি প্রাপ্ত হইবে। আপনি ভাইদের সঙ্গে দ্বন্দ্ব মিটিয়ে ফেলুন। কারণ ওই সম্পত্তিতে হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী আপনার কোন স্বত্ব জন্ম নেয় নাই। বরং আলাপ আলোচনার মাধ্যমে আপনার ভাইরা যদি কোন অংশ দেয় তাহলে পেতে পারেন। তাছাড়া ওই সম্পত্তির আইনত কোন হকদার আপনি নন। আপনার মায়ের স্ত্রী ধন হলে আপনিই একমাত্র ওই সম্পত্তির হকদার হতেন। তবে হিন্দু উত্তরাধিকার আইন ১৯৫৬ সংশোধন করে হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন ২০০৫ যে আইন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে করা হয়েছে। সেখানে মোটামুটিভাবে হিন্দু নারীদের এই আইনে হিন্দু নারীদের সম্পত্তিতে পূর্ণ অধিকার দিয়ে সমতা রক্ষা করা হয়েছে। আমাদের দেশে এখনও এই আইনটি চালু হয় নাই। তাই আপনি ওই সম্পত্তির অংশীদার নন। আপনার ভাইয়েরা ওই সম্পত্তির সমান অংশীদার হবে।
×