ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নতুন গবেষণা

প্রকাশিত: ০৭:৩৬, ৬ জুলাই ২০১৮

নতুন গবেষণা

রোবট পাখি প্রায় আসল কবুতরের মতো দেখতে রোবট পাখিটি ডানা ঝাপটিয়ে উড়তে পারে। সর্বোচ্চ ২৫ মাইল গতিতে ওড়ার সময় নিচের ছবিও তুলতে পারে। ক্যামেরা ও জিপিএস প্রযুক্তিনির্ভর চীনের তৈরি ‘গোয়েন্দা পায়রা’গুলো যেকোনো প্রযুক্তির রাডার ফাঁকি দিয়ে নির্দিষ্ট স্থানে পৌঁছাতে পারে। সূত্র : ডেইলি মেইল ওয়াইফাই ডিভাইসে দুর্গন্ধ শনাক্ত নিজের গায়ের দুর্গন্ধ নিজে থেকে শনাক্ত করতে পারে না অনেকেই। ফলে অফিসে বা বন্ধুদের সঙ্গে আড্ডার সময় হতে হয় বিব্রত। সমস্যার সমাধান দেবে ‘ইএস-১০০’। ওয়াইফাই সেন্সরযুক্ত ডিভাইসটি মেটাল ডিটেকটরের আদলে শরীরের সামনে নাড়ালেই মাত্র ১০ সেকেন্ডের মধ্যে দুর্গন্ধ শনাক্ত করতে পারে। জাপানী প্রতিষ্ঠান ‘তানিতা’র তৈরি ডিভাইসটি আগামী মাসে বাজারে আসবে। ইলেক্ট্রনিক ত্বকযুক্ত কৃত্রিম কবজি ইলেক্ট্রনিক ত্বকযুক্ত কৃত্রিম এ কবজি দিয়ে কোন কিছুু ধরলেই স্পর্শের অনুভূতি মিলে থাকে। এমনকি ব্যথার অনুভূতিও পাওয়া যায়। কোন বস্তু স্পর্শ করলেই সূক্ষ্ম ইলেকট্রিক তরঙ্গ উৎপন্ন করে কবজিটি। আর এ তরঙ্গের কম্পন পর্যালোচনা করেই ব্যবহারকারীরা স্পর্শের অনুভূতি পেয়ে থাকে। এরই মধ্যে কৃত্রিম এ কবজি মানুষের শরীরে যুক্ত করে সফলও হয়েছেন যুক্তরাষ্ট্রের জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।
×