ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপের গণক বিড়ালের মৃত্যুতে শোক!

প্রকাশিত: ০৭:১১, ৬ জুলাই ২০১৮

বিশ্বকাপের গণক বিড়ালের মৃত্যুতে শোক!

স্পোর্টস রিপোর্টার ॥ এবার বিশ্বকাপে রাশিয়ার একটি বিড়াল ‘একিলিস’ ভবিষ্যদ্বাণী করে আলোচনায় এসেছে। কিন্তু চীনের আরেকটি বিড়াল ‘বেইদিয়ানার’ পরিচিতি পায়নি। বিড়ালটি এবার বিশ্বকাপের ৬ ম্যাচে নিখুঁত ভবিষ্যদ্বাণী করে ‘আধ্যাত্মিক’ হিসেবে স্বীকৃতি পায়। সেই বিড়ালটি মৃত্যুর পর চীনে শোক পালিত হয়েছে। এরপরই আলোচনায় এসেছে বেইদিয়ানার। বেইদিয়ানার অর্থ সাদা ছোপ। গায়ের লোম অবশ্য গোলাপী রংয়ের মধ্যে বাদামী-ধূসর ফুটকি। বেজিংয়ের নিষিদ্ধ শহরের প্যালেস মিউজিয়ামে ছিল বিড়ালটি। রাশিয়ার বিড়াল ‘একিলিসের’ মতোই এ বিড়ালটিকেও দুটি গামলায় একই ধরনের খাবার দেয়া হতো। আর এই দুটি গামলায় দেয়া থাকত প্রতিদ্বন্দ্বী দুটি দলের পতাকা। যে গামলার খাবার খেত বেইদিয়ানার সেটিকেই সে ম্যাচের বিজয়ী দল হিসেবে বিবেচনা করা হতো। এভাবে নিখুঁত ভবিষ্যদ্বাণী করেছে বিড়ালটি চলতি বিশ্বকাপের ৬ ম্যাচে। তার জন্য প্যালেস মিউজিয়াম থেকে টুইটারের মতোই জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ওয়েইবো’-তে একটি এ্যাকাউন্টও করা হয়েছিল। সর্বশেষ তার নির্ভুল পূর্বাভাস ছিল নাইজিরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়। দুর্ভাগ্যজনকভাবে এরপর বেইদিয়ানার অসুস্থ হয়ে পড়ে এবং সোমবার মৃত্যুবরণ করে। এরপর ওয়েইবোতে সেই মৃত্যুসংবাদ দেয়ার পর প্রায় ১০ হাজার মন্তব্য পড়ে দুঃখপ্রকাশ করে। অনেকে সেখানে বিড়ালের স্বর্গে যাওয়ার কামনা করেন বেইদিয়ানারকে। অনেকে প্যালেস মিউজিয়ামে বেইদিয়ানারকে তার জীবদ্দশায় দেখতে গিয়ে এক সঙ্গে ছবি তুলেছেন এবং সেসব পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে।
×