ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

একদিকে নেইমার অন্য দিকে লুকাকু

প্রকাশিত: ০৭:০৯, ৬ জুলাই ২০১৮

একদিকে নেইমার অন্য দিকে লুকাকু

জিএম মোস্তফা ॥ যোগ্য দল হিসেবেই রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আটটি দল। তবে ব্রাজিল-বেলজিয়ামের গায়ে টুর্নামেন্ট শুরুর অনেক আগে থেকেই মাখানো ছিল ফেবারিটের ট্যাগ। ফুটবলপ্রেমীদের মোটেও হতাশ করেনি তারা। দুই দলই স্ব স্ব গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোর টিকেট কাটে। দ্বিতীয় রাউন্ডেও দারুণ রোমাঞ্চকর ফুটবল উপহার দিয়েছে ব্রাজিল-বেলজিয়াম। তবে দুই দলের আসল পরীক্ষাটাই আজ দেখা যাবে কাজানে। ব্রাজিল-বেলজিয়ামের ম্যাচে ভক্ত-অনুরাগীদের চোখ থাকবে নেইমার আর রোমেলু লুকাকুর ওপরও। চার বছর আগে ব্রাজিল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মারত্মক চোট পেয়েছিলেন নেইমার। এ বছরের ফেব্রুয়ারিতেও ভয়াবহ ইনজুরির শিকার হয়েছিলেন বর্তমান বিশ্ব ফুটবলের সবচেয়ে দামী ফুটবলার। কিন্তু রাশিয়া বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে ওঠেন প্যারিস সেইন্ট জার্মেইর এই ব্রাজিলিয়ান তারকা। শুধু তাই নয়, এখন পর্যন্ত রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে প্রতিটি সেকেন্ড প্রতিনিধিত্ব করেছেন নেইমার। শুধু তাই নয়, ব্রাজিলের হয়ে দুটি গোলও করেছেন সাবেক বার্সিলোনা ও সান্তোস ফরোয়ার্ড। সতীর্থদের দিয়ে করিয়েছেনও দুটি। ২০১৮ বিশ্বকাপে গ্রুপ পর্বে কোস্টার বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিট কোন গোলের দেখা পায়নি তিতের দল। কিন্তু অতিরিক্ত সময়ের শেষ ছয় মিনিটেই জোড়া গোল করে সেলেসাওরা। ৯১ মিনিটে ফিলিপে কুতিনহোর গোলে ব্রাজিল প্রথম এগিয়ে গেলে ৯৭ মিনিটে দারুণ এক গোলে ব্রাজিলের ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন নেইমার। সেই ম্যাচ দিয়েই যেন ছন্দে ফিরে ব্রাজিল। গ্রুপ পর্বের পর শেষ ষোলোতেও দেখা গেছে নেইমারের ঝলক। মেক্সিকোর বিপক্ষে তো অসাধারণ পারফর্মেন্স উপহার দিয়েছেন ২৬ বছর বয়সী এই ব্রাজিলিয়ান। প্রথম রাউন্ডে দুর্দান্ত খেলা মেক্সিকোর বিপক্ষে নিজে এক গোল করার পাশাপাশি সতীর্থ রবার্তো ফিরমিনোকে দিয়ে করিয়েছেনও একটি। যে কারণে কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচেও ব্রাজিলের অন্যতম ভরসার নাম নেইমার। যদিওবা এই বিশ্বকাপে সেলেসাওদের নেইমার নির্ভর দল বলতে অনেকেরই আপত্তি। কেননা, আক্রমণভাগে নেইমার ছাড়াও যে রয়েছেন বর্তমান বিশ্বফুটবলের সেরা মানের কয়েকজন তারকা। বার্সিরোনার ফিলিপে কুতিনহো-পাউলিনহো, ম্যানচেস্টার সিটির গ্যাব্রিয়েল জেসুস, লিভারপুলের রবার্তো ফিরমিনো, চেলসির উইলিয়ান ইতোমধ্যেই প্রমাণ করেছেন তা। এদিকে, বেলজিয়ামের অন্যতম ভরসা আজ রোমেলু লুকাকু। ২০১৪ বিশ্বকাপে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি। ব্রাজিল বিশ্বকাপে চার ম্যাচ খেলে গোলের দেখা পেয়েছিলেন মাত্র একটি। তবে রাশিয়া বিশ্বকাপেই যেন দুর্বার ম্যানচেস্টার ইউনাইটেডের এই বেলজিয়াম তারকা। ইতোমধ্যেই তিন ম্যাচ খেলে প্রতিপক্ষের জালে চারবার বল জড়িয়েছেন রোমেলু লুকাকু। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বেলজিয়াম ৩-০ গোলে পানামাকে উড়িয়ে দিয়ে নিজেদের মিশন শুরু করেছিল। সেই ম্যাচেই জোড়া গোল করেছিলেন লুকাকু। তিউনিসিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে আরও বড় জয় পায় বেলজিয়াম। রবার্তো মার্টিনেজের দল সেই ম্যাচে ৫-২ গোলে বিধ্বস্ত করে তুলনামূলক খর্ব শক্তির দলকে। সেই ম্যাচেও পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রাখেন ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার। জোড়া গোল করে দলের বড় জয়ে ভূমিকা রাখেন তিনি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে অবশ্য লুকাকুকে ছাড়াই মূল একাদশ সাজায় বেলজিয়ামের কোচ। তবে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে জাপানের বিপক্ষে ঠিকই দলে রাখা হয় লুকাকুকে। জাপানের বিপক্ষে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা ফুটবলার। ম্যাচের শুরু থেকেই কয়েকটি দারুণ সুযোগ পেয়েও প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেননি তিনি। তবে আজ ব্রাজিলের বিপক্ষে ম্যাচে নিশ্চিত জ্বলে ওঠার প্রত্যয় নিয়েই কাজানের মিশন শুরু করতে চাইবেন রোমেলু লুকাকু।
×