ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বন্ধু হ্যাজার্ডের বিদায় দেখছেন উইলিয়ান

প্রকাশিত: ০৭:০৮, ৬ জুলাই ২০১৮

বন্ধু হ্যাজার্ডের বিদায় দেখছেন উইলিয়ান

মিথুন আশরাফ ॥ আজ ব্রাজিল ও বেলজিয়ামের মধ্যকার কোয়ার্টার ফাইনাল লড়াই হবে। এ ম্যাচটিতে দুই বন্ধু যেন শত্রুতে পরিণত হয়েছেন। চেলসিতে খেলা দুই বন্ধু আজ শত্রু বেশে নামবেন। একজন আরেকজনকে বিদায় করতে চাইবেন। একজন, ব্রাজিলের এ্যাটাকিং মিডফিল্ডার উইলিয়ান। আরেকজন, বেলজিয়ামের ফরোয়ার্ডের ফুটবলার ইডেন হ্যাজার্ড। চেলসিতে একসঙ্গে মাঠ মাতানো এই দুই বন্ধু আজ নিজ দলকে বাঁচাতে নামবেন। তবে বন্ধু হ্যাজার্ডের বিদায় দেখছেন উইলিয়ান। ইংলিশ ক্লাব চেলসিতে দুজনে একসঙ্গে খেলছেন পাঁচ বছর ধরে। ইডেন হ্যাজার্ড ও উইলিয়ানের মধ্যে বন্ধুত্বটা তাই বেশ গাঢ়ই। দুই বন্ধু এবার মুখোমুখি হচ্ছেন বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে, দেশের জার্সি গায়ে। হাইভোল্টেজ এই ম্যাচের আগে তাই বন্ধুত্ব এক পাশে সরিয়ে রেখে ম্যাচেই মনোযোগ দিচ্ছেন উইলিয়ান। এমনিতে ব্রাজিল একাদশে প্রথম পছন্দে ছিলেন উইলিয়ানই। কিন্তু গ্রুপ পর্বে তার পারফর্মেন্স ছিল বিবর্ণ, ওদিকে বদলি নেমে দারুণ গতিতে নজর কেড়েছিলেন ডগলাস কস্তা। কিন্তু কস্তা চোটে পড়ায় মেক্সিকোর বিপক্ষেই অবধারিত হয়ে যায় উইলিয়ানের খেলা। আর তাতেই করেছেন বাজিমাত। মাঠজুড়ে গতি আর পায়ের ছন্দ দেখিয়েছেন তিনি। বেলজিয়ামের বিপক্ষেও উইলিয়ানই যে নামবেন তা অনেকটাই নিশ্চিত। এতে করে মুখোমুখি হতে হবে চেলসি সতীর্থ হ্যাজার্ডের, যিনি কি না বেলজিয়ামের অধিনায়কও। তবে এই এক ম্যাচের জন্য বন্ধুত্ব দূরে সরিয়ে রাখতে চান উইলিয়ান। বন্ধুর বিদায় দেখছেন তিনি। বলেছেন, ‘হ্যাজার্ড খুবই ভদ্র একজন খেলোয়াড়। ক্লাব পর্যায়ে প্রতিদিন তার সঙ্গে খেলতে পছন্দ করি আমি। তবে এখন আমাদের দুজনকেই দেশের দায়িত্ব পালন করতে হবে। আমি আশা করছি দিন শেষে আমিই জিতে ফিরব। সে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। কিন্তু এখন আমি তার প্রতিপক্ষ। আমি জেতার জন্য সবকিছুই করতে চাই।’ তবে এই এক ম্যাচ যে তাদের বন্ধুত্বে কোনো প্রভাব ফেলবে না, সেটিও জানিয়েছেন উইলিয়ান। ম্যাচের ফলাফল যাই হোক, তাদের বন্ধুত্ব অটুট থাকবে এমনটাই বিশ্বাস উইলিয়ানের, ‘আমি জানি, এই ম্যাচের পরেও আমরা বরাবরের মতো বন্ধুই থাকব।’ প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের সঙ্গে ড্র করলেও এরপর থেকেই ছন্দে আছে ব্রাজিল। তিন ম্যাচে গোল হজম করেনি একটিও। উইলিয়ানের দাবি, বাছাইপর্বে যেরকম ছন্দে ছিল ব্রাজিল, এখন ঠিক ওইরকম ছন্দই ফিরে এসেছে ব্রাজিল দলে, ‘প্রথম ম্যাচের পর দল বদলে গেছে। প্রথম ম্যাচে আমরা কিছুটা স্নায়ুচাপে ভুগেছিলাম। তবে এরপর থেকে আমরা ধাপে ধাপে এগিয়েছি। আমার মনে হয় বাছাইপর্বে আমরা যেরকম ছন্দে ছিলাম, এখন ঠিক সেই ছন্দেই ফিরে এসেছি।’ কাজানে কাজান এ্যারেনায় আজ রাত ১২টায় ব্রাজিল ও বেলজিয়াম মুখোমুখি হবে। বেলজিয়ামের অধিনায়ক হ্যাজার্ডও ছাড় দেয়ার পাত্র নন। তিনি বলেছেন, ‘?দু বছর আগে ইউরোতে ওয়েলসের কাছে হারটা মাথায় এসেছিল জাপানের সঙ্গে পিছিয়ে পড়ার পর। কিন্তু সেটা ঝেড়ে ফেলে ঘুরে দাঁড়াতে মরিয়া হই সকলে। এ রকম একটা ম্যাচ আমাদের দরকার ছিল নিজেদের চাঙ্গা করতে। এবার সামনে ব্রাজিল। ওদের বিরুদ্ধে খেলা তো স্বপ্ন। আমরা সেরাটা দেব। একটা উপভোগ্য খেলা বিশ্বকে উপহার দেব।’ উইলিয়ান আরও বলেন, ‘হ্যাজার্ড বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। কিন্তু আমরা তার প্রতিপক্ষ। চেলসিতে আমার কাটানো পাঁচ-ছয় বছরের মধ্যে এই প্রথম আমি তার বিপক্ষে খেলব।’ সঙ্গে যোগ করেন, ‘ক্লাবে আমি তার বন্ধু। কিন্তু এখানে সে তার দলে, আমি আমার দলে এবং আশা করি, আমি তাকে হারাতে পারব। জয়ের জন্য আমি সবকিছু করব। কিন্তু আমাদের বন্ধুত্বও চলবে।’ বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোস উইলিয়ানের ক্লাব সতীর্থ। তবে ব্রাজিলের এই মিডফিল্ডার শুধু তার বন্ধুদের নিয়ে নন। রাশিয়া বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোল (১২টি) করা বেলজিয়ামের পুরো দলকে নিয়ে সতর্ক। উইলিয়ান বলেছেন, ‘প্রতিপক্ষের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা আছে। আমরা জানি বেলজিয়াম দলে কত মানসম্পন্ন খেলোয়াড় আছে। কিন্তু আমাদের একইভাবে খেলা চালিয়ে যেতে হবে। আগের ম্যাচের তুলনায় আরও ভাল খেলতে হবে। এ ম্যাচেও আমরা সে লক্ষ্য নিয়ে নামব।
×