ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আরেকটি স্বয়ংক্রিয় স্টোর খুলছে এ্যামাজন

প্রকাশিত: ০৭:০০, ৬ জুলাই ২০১৮

আরেকটি স্বয়ংক্রিয় স্টোর খুলছে এ্যামাজন

মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়টলে আরেকটি স্বয়ংক্রিয় স্টোর খুলতে যাচ্ছে ই-কমার্স জায়ান্ট এ্যামাজন। চলতি বছরের শুরুতে সিয়াটলে দোকানদার ছাড়া প্রথম স্বয়ংক্রিয় স্টোর ‘এ্যামাজন গো’ চালু করে প্রতিষ্ঠানটি। এই বসন্তে একই অঞ্চলে দ্বিতীয় আরেকটি স্বয়ংক্রিয় স্টোর চালু করা হবে বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ। সিয়াটল ছাড়াও শিকাগো এবং স্যান ফ্রান্সিসকোতে পরীক্ষামূলক এই স্টোর চালু করার পরীকল্পনা রয়েছে এ্যামাজনের। সিয়াটলে নতুন স্টোরটি আয়তনে আগের চেয়ে বড় হবে। আগের স্টোরটির আয়তন যেখানে ১৮০০ বর্গফুট সেখানে নতুন স্টোরের আয়তন হবে ৩০০০ বর্গফুট। উন্নত প্রযুক্তির এই স্টোরে ঢুকে শুধু পছন্দের পণ্য নিয়ে নিলেই হবে। এজন্য কোনো চেকইন বা সারিবদ্ধ হয়ে মূল্য পরিশোধের প্রয়োজন নেই। এক্ষেত্রে গ্রাহক কী পণ্য নিচ্ছেন সেটি স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হবে এবং সেই মোতাবেক তার এ্যাকাউন্ট থেকে মূল্য কেটে নেয়া হবে। -অর্থনৈতিক রিপোর্টার
×