ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গাড়ি আমদানিতে ২০ শতাংশ শুল্কারোপ

প্রকাশিত: ০৭:০০, ৬ জুলাই ২০১৮

গাড়ি আমদানিতে ২০ শতাংশ শুল্কারোপ

ইউরোপের গাড়ি আমদানিতে ট্রাম্পের ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের গাড়ির বাজারকেই ক্ষতিগ্রস্ত করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিভিন্ন আন্তর্জাতিক পত্রিকায় উঠে এসেছে এমনই তথ্য। গবেষণা বলছে, খরচ বাড়লে কমবে গাড়ি আমদানির পরিমাণ, সেইসঙ্গে গাড়ির দাম বাড়লেও কমবে বিক্রি, পাশাপাশি কর্মসংস্থান হারাবে অনেক মার্কিনি। সমঝোতার জন্য চলতি মাসেই ইউরোপিয়ান কমিশন কর্তৃপক্ষের ওয়াশিংটন যাওয়ার কথা রয়েছে। চীনের পর এবার যুক্তরাষ্ট্রের শুল্ক খড়গ নামছে ইউরোপের ওপর। ইউরোপ থেকে গাড়ি আমদানিতে ২০ শতাংশ শুল্কারোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। যা খুব শীঘ্রই কার্যকর হবে। বর্তমানে মার্কিনীরা প্রতিবছর ৮০ লাখ আমদানি করা গাড়ি কেনেন। কিন্তু শুল্ক কার্যকর হলে অন্তত ৫ হাজার ডলার করে বেড়ে যাবে ইউরোপ থেকে আমদানি করা গাড়ির দাম। বিদেশী গাড়ির দাম বাড়লে মার্কিনীরা দেশি গাড়ি কেনার দিকে ঝুঁকবেন, ট্রাম্পের এমন প্রত্যাশা থাকলেও তা কার্যকর হবে না। -অর্থনৈতিক রিপোর্টার
×