ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাগুরায় পেঁপে চাষ জনপ্রিয় হয়ে উঠেছে

প্রকাশিত: ০৬:৫৯, ৬ জুলাই ২০১৮

মাগুরায় পেঁপে চাষ জনপ্রিয় হয়ে উঠেছে

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ মাগুরায় জনপ্রিয় হয়ে উঠেছে পেঁপে চাষ। কৃষকরা পেঁপে চাষ ঝুঁকে পড়েছে। জেলার উৎপন্ন পেঁপে মাগুরার চাহিদা মিটিয়ে ঢাকাসহ অন্যান্য জেলায় চালান দিয়ে কৃষকরা আর্থিকভাবে লাভবান হচ্ছে। কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এ বছর জেলার চার উপজেলা সদর, শালিখা, শ্রীপুর ও মহম্মদপুরে ৪৯৮ হেক্টর জমিতে পেঁপে চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০ হাজার মেট্রিক টন পেঁপে। জেলার বিভিন্ন গ্রামে কৃষকরা বাণিজ্যিক ভিত্তিতে পেঁপে চাষ করেছেন। পেঁপে চাষে খরচ কম এবং লাভ বেশি। বাজারে পেঁপের ব্যাপক চাহিদা থাকায় পেঁপে বিক্রি করতে কোন সমস্যা নেই। বর্তমানে প্রতিমণ ৪০ কেজি পেঁপে পাইকারী ৪০০ টাকা থেকে ৪৫০ টাকা এবং খুচরা প্রতিকেজি ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
×