ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘নেপালের চেয়ে সোমালিয়া থেকে বেশি আমদানি লজ্জার’

প্রকাশিত: ০৬:৫৯, ৬ জুলাই ২০১৮

‘নেপালের চেয়ে সোমালিয়া থেকে বেশি আমদানি লজ্জার’

অর্থনৈতিক রিপোর্টর ॥ প্রতিবেশী রাষ্ট্রের চেয়ে দূরবর্তী দেশ থেকে বেশি আমদানির সমালোচনা করেছেন অর্থ প্রতিমন্ত্রী মোহাম্মাদ আব্দুল মান্নান। তিনি বলেন, এটি লজ্জার বিষয় যে, আমরা নেপালের চেয়ে সোমালিয়া থেকে বেশি আমদানি করি। বৃহস্পতিবার ঢাকায় ‘বেল্ট ও রোড উদ্যোগ’ ও ‘বিবিআইএন’-এর গুরুত্ব সম্পর্কিত দুই দিনব্যাপী এক আঞ্চলিক কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কনফারেন্সের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ। অর্থ প্রতিমন্ত্রী বলেন, আমরা কেন নিজেদের মধ্যে বাণিজ্য করি না? আমাদের মধ্যে অবিশ্বাস ও ভয় আছে। এগুলো আমাদের দূর করতে হবে। কারণ এর ফলে অতীতে আমাদের অনেক ক্ষতি হয়েছে। ভারতের অশুল্ক বাধা বিষয়ে অর্থ প্রতিমন্ত্রী বলেন, আমরা তদের সঙ্গে এগুলো দূর করার জন্য আলোচনা করছি। শুধু ঘোষণা দিলেই হবে না, কাস্টমস, অশুল্ক বাধা, আমলাতান্ত্রিক জটিলতা দূর করার জন্য আমাদের দৃঢ় পদক্ষেপ নিতে হবে। চীনের বেল্ট ও রোড উদ্যোগ প্রসঙ্গে অর্থ প্রতিমন্ত্রী বলেন, আমরা মনে করি, এটি আমাদের জন্য ভাল হবে। তিনি বলেন, ব্যবসা শুরুর প্রথম দিন থেকেই কেউ লাভ আশা করে না, বরং বছর শেষে ব্যালেন্স শিট মিলিয়ে দেখে, কে কত পেলো। মোহাম্মাদ আব্দুল মান্নান বলেন, ‘চীন আমাদের থেকে মাত্র ৯০ কিলোমিটার দূরে ও আমাদের কৌশল হচ্ছে আমরা বৃহৎ পরিসরে জিনিসটি দেখছি। সামনের দিকে এগিয়ে যাচ্ছি। চীনের কাছ থেকে বাংলাদেশ অতিরিক্ত ঋণ নেয়া প্রসঙ্গে অর্থ প্রতিমন্ত্রী বলেন, আমি যদি না চাই, তবে কেউ আমাকে টাকা দিতে পারবে না। তিনি আরও বলেন, আমাদের সরকার ঋণ নেয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক। অনুষ্ঠানে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, বাংলাদেশ যদি ক্রমাগত অর্থনৈতিকভাবে কার্যকরী নয় এমন প্রকল্পের জন্য ঋণ নিতে থাকে, তবে এটি ঋণগ্রস্ত দেশ হয়ে পড়বে। তিনি বলেন, আমরা যদি পাঁচ বিলিয়ন ডলার খরচ করে পদ্মার ওপর রেললাইন বানাই, তবে এটি শ্বেত হস্তিতে পরিণত হবে।
×