ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা করার দাবি

প্রকাশিত: ০৬:৫৮, ৬ জুলাই ২০১৮

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা করার দাবি

অর্থনৈতিক রিপোর্টার ॥ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা করার দাবি জানিয়ে র‌্যালি, সমাবেশ ও মানববন্ধন করেছে তিনটি শ্রমিক সংগঠন। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে হাইকোর্ট ও তোপখানা রোড ঘুরে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। র‌্যালি ও মানববন্ধনে অংশ নেয়া শ্রমিক সংগঠনগুলো হল- জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন (এনজিডব্লিউএফ), বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ও একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। শ্রমিক নেতা আমিরুল হক আমিন বলেন, মজুরি বোর্ড গঠনের প্রায় ছয় মাস হতে চলছে। এ মাসের ২৯ তারিখ ৬ মাস পূর্ণ হবে। এর মধ্যেই ন্যূনতম মজুরি বোর্ড কার্যকর হওয়ার কথা। কিন্তু এখন পর্যন্ত মাত্র একটি মিটিং হয়েছে। দ্বিতীয় মিটিংয়ের সময় নির্ধারণ করেও তা স্থগিত করা হয়েছে। তাই আমরা আমাদের প্রচার চালিয়ে যাচ্ছি। পাশাপাশি আমরা রাজপথেও আছি। মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাড়ি ভাড়া বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিসহ, মাথাপিছু জাতীয় আয়, দারিদ্র্যসীমা, পার্শ্ববর্তী দেশের শ্রমিকদের মজুরি, দেশের অর্থনৈতিক গতিশীলতা এবং সর্বোপরি শ্রমিকদের মর্যাদাপূর্ণ জীবনের কথা বিবেচনা করে গার্মেন্ট শ্রমিকদের ১৬ হাজার টাকা মজুরির দরকার। তারা বলেন, মালিক পক্ষ ও সরকারের বিবেচনা করা উচিত শ্রমিকদের জীবনমানের সঙ্গে উৎপাদন এবং পণ্যের মান সম্পর্কিত। অভুক্ত ও অর্ধাহার শ্রমিকদের দিয়ে অধিক উৎপাদন ও গুণগত উৎপাদন আশা করা অলীক।
×