ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কিউ কে আহমদ ফাউন্ডেশনের যাত্রা শুরু

প্রকাশিত: ০৬:৫৭, ৬ জুলাই ২০১৮

কিউ কে আহমদ ফাউন্ডেশনের যাত্রা শুরু

অর্থনৈতিক রিপোর্টার ॥ পারস্পরিক শ্রদ্ধা, শান্তি ও ন্যায় বিচারভিত্তিক সমাজ গঠনের প্রত্যয়ে অলাভজনক সংস্থা হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘কিউ কে আহমদ ফাউন্ডেশন’। একটি অলাভজনক, অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও দাতব্য বেসরকারী সংস্থা হিসেবে সমগ্র বাংলাদেশে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে গণমানুষের কল্যাণে কাজ করবে এই ফাউন্ডেশন। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে পিএকএসএফ ভবনে আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠান। একই অনুষ্ঠানে তৃণমূলে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য দুজন তরুণ ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া, এমপি। তিনি বলেন, দেশবরেণ্য অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমনের নামে যে ফাউন্ডেশন আজ যাত্রা শুরু করল, তা ভবিষ্যতে অনেক দূর যাবে। দেশের মানুষের, বিশেষ করে তরুণ প্রজন্মের মূল্যবোধের অবক্ষয় রোধ, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে এই প্রতিষ্ঠান বিশেষ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ‘কিউ কে আহমদ ফাউন্ডেশনের’ জেনারেল সেক্রোটারি ড. কাজী রুশদী আহমদ। তিনি বলেন, ‘বৃহৎ সুযোগ সুবিধা বৃহৎ দায়িত্ববোধের জন্ম দেয়। সেই দায় থেকেই দরিদ্র ও অভাবী মানুষের জন্য কাজ করে যাবে কিউ কে ফাউন্ডেশন।’ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্র্যাকের ভাইস-চেয়ারপার্সন ড. আহমেদ মোশতাক রাজা চৌধুরী, পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম, গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. গোলাম সামদানি ফকির ও বেসরকারী টেলিভিশন চ্যানেল ২৪-এর প্রধান নির্বাহী মেজর জেনারেল (অব) জীবন কানাই দাস এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ড. কাজী খলীকুজ্জমান আহমদ, চেয়ারম্যান কিউ কে আহমদ ফাউন্ডেশন। সম্মাননার জন্য নির্বাচিত দু’জন তরুণ উদ্যোক্তা কানিজ ফাতেমা ছন্দা ও মোঃ আরিফুল ফোরকানের হাতে সম্মাননা স্মারক ও ৫০,০০০ টাকার চেক তুলে দেয়া হয়। উল্লেখ্য, নারীদের সাইকেল চালনা শেখানো ও এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য কানিজ ফাতেমা ছন্দা এবং নারীদের মাসিক স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি ও সুলভে স্যানিটারি ন্যাপকিন ‘সখীপ্যাড’ বাজারজাত করার জন্য আরিফুল ফোরকানকে এই সম্মাননা প্রদান করা হয়।
×