ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আইসিবি এনআরবি মিউচুয়াল ফান্ডে লেনদেন বন্ধ হচ্ছে ২৪ জুলাই

প্রকাশিত: ০৬:৫৫, ৬ জুলাই ২০১৮

আইসিবি এনআরবি মিউচুয়াল ফান্ডে লেনদেন বন্ধ হচ্ছে ২৪ জুলাই

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি এএমসিএল সেকেন্ড এনআরবি মিউচুয়াল ফান্ডের লেনদেন আগামী ২৪ জুলাই থেকে বন্ধ হয়ে যাচ্ছে। ওইদিন থেকে উভয় স্টক এক্সচেঞ্জে ফান্ডটির লেনদেন বন্ধ থাকবে। সূত্র জানায়, ১০ বছর মেয়াদী এ মিউচুয়াল ফান্ডের মেয়াদ আগামী ২৩ জুলাই শেষ হবে। আইসিবি এ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত এ মিউচুয়াল ফান্ডের ইউনিটধারীদের তাদের প্রাপ্য বকেয়া লভ্যাংশ ও রিফান্ড এর অর্থ আগামী ১৯ জুলাইয়ের মধ্যে সম্পদ ব্যবস্থাপকের কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে। ফান্ডটির সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, ১০ টাকা ফেসভ্যালুর এ ফান্ডটির বর্তমান মার্কেট প্রাইস অনুযায়ী এর ইউনিটপ্রতি নেট এ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ১১ টাকা এবং কষ্ট প্রাইস অনুযায়ী দাঁড়িয়েছে ১৫.২৪ টাকা। ফাস ফাইন্যান্সের ক্যাটাগরি পরিবর্তন হচ্ছে অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফ্যাস ফিন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়ে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। আগামী রবিবার থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে পুঁজিবাজারে। উল্লেখ্য, বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোম্পানিটিকে কোন ঋণ সুবিধা দেয়া যাবে না।
×