ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রাইম ব্যাংক উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা

প্রকাশিত: ০৬:৫৫, ৬ জুলাই ২০১৮

প্রাইম ব্যাংক উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংকের উদ্যোক্তা পরিচালক খুশি আখতার নিজ কোম্পানির ৪০ হাজার ৫৬টি শেয়ার বিদ্যমান বাজার দরে বিক্রির ঘোষণা দিয়েছেন। কোম্পানিটিতে এ উদ্যোক্তার মোট ধারণকৃত শেয়ারের পরিমাণ ৪ লাখ ৪০ হাজার ৬১৭। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সর্বশেষ সার্ভিল্যান্স রেটিং অনুসারে দীর্ঘমেয়াদে প্রাইম ব্যাংক লিমিটেডের ঋণমান ‘ডাবল এ টু’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-টু’। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য সংশ্লিষ্ট তথ্যের ভিত্তিতে সম্প্রতি এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। এদিকে, ২০১৮ সালের ৩১ মার্চ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য উপাত্তের ভিত্তিতে ক্রেডিট রেটিং ইনফরমেশন এ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএএল) জানিয়েছে, দীর্ঘমেয়াদে ব্যাংকটির ঋণমান ‘ডাবল এ’। স্বল্পমেয়াদে উভয় ক্ষেত্রে ব্যাংকটির রেটিং একই। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৭ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ৭ শতাংশ নগদ লভ্যাংশের পাশাপাশি ১০ শতাংশ স্টক লভ্যাংশও দিয়েছে প্রাইম ব্যাংক। গেল বছর কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৮ পয়সা। ৩১ ডিসেম্বর ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ২৪ টাকা ১১ পয়সায়। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ৩৪ পয়সা ইপিএস দেখিয়েছে ব্যাংকটি। আগের বছর একই সময়ে তা ছিল ৭৮ পয়সা। ৩১ মার্চ এর এনএভিপিএস দাঁড়ায় ২৪ টাকা ৪৪ পয়সায়। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ দেয় প্রাইম ব্যাংক। সে হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয় ২ টাকা ১৩ পয়সা। ২০১৫ হিসাব বছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয় ব্যাংকটি। ২০১৪ হিসাব বছরের জন্যও ১৫ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন এর শেয়ারহোল্ডাররা। ২০০০ সালে শেয়ারবাজারে আসা এ ব্যাংকের অনুমোদিত মূলধন আড়াই হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ১৩২ কোটি ২৮ লাখ টাকা। রিজার্ভে আছে ১ হাজার ১২৪ কোটি ৮৯ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১১৩ কোটি ২২ লাখ ৮৩ হাজার ৪৭৮।
×