ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আবাসন নিশ্চিতে ঢাকা শহরের পরিধি বাড়ানো হচ্ছে

প্রকাশিত: ০৬:৪৩, ৬ জুলাই ২০১৮

আবাসন নিশ্চিতে ঢাকা শহরের পরিধি বাড়ানো হচ্ছে

সংসদ রিপোর্টার ॥ আবাসন নিশ্চিত করতে ঢাকা শহরের পরিধি বাড়ানো হচ্ছে। কারণ বর্তমান সরকারের ভিশন ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে সবার জন্য আবাসন নিশ্চিত করার জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ আন্তরিকতার সঙ্গে সচেষ্ট রয়েছে। দেশের আবাসন সমস্যা সমাধানের লক্ষ্যে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্তৃক দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে মোট ২২টি প্লট উন্নয়ন প্রকল্পসহ মোট ৪৪টি প্রকল্প চলমান রয়েছে। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে সরকার দলীয় সংসদ সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার প্রশ্নের জবাবে এ তথ্য জানান গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ তথ্য জানান। আগামী নির্বাচনে জনগণ আওয়ামী লীগ-বিএনপিকে লালকার্ড দেখাবে ॥ জাপা মহাসচিব স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি রাষ্ট্র ক্ষমতা গ্রহণে অন্যতম প্রতিদ্বন্দ্বী। দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির দলবাজি, সন্ত্রাস, নৈরাজ্য আর প্রতিহিংসার রাজনীতি দেখতে চায় না। দেশের মানুষ এ দুটি দলের হাত থেকে মুক্তি চায়। বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ের মিলনায়তনে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি।
×