ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পুনরায় আইসিটির সদস্য হলেন আবু আহমেদ

প্রকাশিত: ০৬:৪২, ৬ জুলাই ২০১৮

পুনরায় আইসিটির সদস্য হলেন আবু আহমেদ

স্টাফ রিপোর্টার ॥ বিচারপতি মোঃ আবু আহমেদ জমাদারকে পুনরায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য পদে নিয়োগ দিয়েছে সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য মোঃ আবু আহমেদ জমাদার বাংলাদেশ সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ প্রাপ্ত হওয়ায় ঞযব ওহঃবৎহধঃরড়হধষ ঈৎরসবং (ঞৎরনঁহধষং) অপঃ, ১৯৭৩ (অপঃ ঘড়.ঢওঢ ড়ভ ১৯৭৩) এর ঝবপঃরড়হ ৬(৪) এর বিধান মোতাবেক সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য পদটি শূন্য ঘোষণা করে উক্ত পদে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক বিচারপতি মোঃ আবু আহমেদ জমাদারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য পদে নিয়োগ প্রদান করেছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে বৃহস্পতিবার এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সচিব পদমর্যাদা পেলেন জয়নাল আবেদীন বিশেষ প্রতিনিধি ॥ তথ্য ক্যাডারের কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীন রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় গ্রেড-১ (সচিব পদমর্যাদা) পদে নিয়োগ পেয়েছেন। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। জয়নাল আবেদীন রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। প্রশাসনের সর্বোচ্চ গ্রেড-১ পাওয়ার পর প্রেষণে রাষ্ট্রপতির প্রেস সচিব নিয়োগ দিতে তাকে রাষ্ট্রপতির কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। প্রশাসনের সচিবরা গ্রেড-১ এ বেতন পেয়ে থাকেন। অবসরোত্তর ছুটি (পিআরএল) শুরুর আগে জয়নাল আবেদীন তার নিজ ক্যাডারে ফিরে যাবেন বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।
×