ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মানহানির দুই মামলায় খালেদার জামিন নামঞ্জুর

প্রকাশিত: ০৬:৪১, ৬ জুলাই ২০১৮

মানহানির দুই মামলায় খালেদার জামিন নামঞ্জুর

স্টাফ রিপোর্টার ॥ মিথ্যা তথ্যের ভিত্তিতে ভুয়া জন্মদিন পালন ও যুদ্ধাপরাধীদের মদদ দেয়ার অভিযোগে দায়ের করা মানহানির দুই মামলায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আপীল আগামী ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করা সংক্রান্ত আপীল বিভাগের আদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন করা হয়েছে। আগামী ৯ জুলাই আপীল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ রিভিউ আবেদনের শুনানির দিন ধার্য করেছেন চেম্বার আদালত। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দ-প্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানোর নির্দেশনা চেয়ে আবেদন করেছেন তার আইনজীবীরা। এ বিষয়ে শুনানির জন্য আগামী রবিবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার চেম্বার জজ, হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ ও বিচারিক আদালত এই আদেশগুলো প্রদান করেছেন। রিভিউ শুনানি ৯ জুলাই ॥ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আপীল আগামী ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করা সংক্রান্ত আপীল বিভাগের আদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন করা হয়েছে। আগামী ৯ জুলাই আপীল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ রিভিউ আবেদনের শুনানির দিন ধার্য করেছেন চেম্বার আদালত। বৃহস্পতিবার খালেদা জিয়ার আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
×