ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শনিবার পল্টনে বিএনপির সমাবেশ

প্রকাশিত: ০৬:৪০, ৬ জুলাই ২০১৮

শনিবার পল্টনে বিএনপির সমাবেশ

স্টাফ রিপোর্টার ॥ কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে বিএনপির সমাবেশ কর্মসূচী দুইদিন পেছানো হয়েছে। পূর্ব নির্ধারিত সময় অনুসারে গতকাল বৃহস্পতিবার হওয়ার কথা থাকলেও এখন আগামীকাল শনিবার নয়াপল্টন দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। বৃহস্পতিবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ সমাবেশ করার ঘোষণা দেন। একই দাবিতে সোমবার ঢাকাসহ সারাদেশে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রতীকী অনশন কর্মসূচী পালন করবে। কেন্দ্রীয়ভাবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অথবা মহানগর নাট্যমঞ্চে উক্ত প্রতীকী অনশন কর্মসূচী পালনের জন্য বিএনপির পক্ষ থেকে আবেদন করা হয়েছে বলে তিনি জানান। রিজভী বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে দলের সমাবেশ কর্মসূচী ৫ জুলাই বৃহস্পতিবার হওয়ার কথা থাকলেও তা ৭ জুলাই (শনিবার) বেলা ২টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। একই দাবিতে ৯ জুলাই সোমবার ঢাকাসহ সারাদেশে প্রতীকী অনশন কর্মসূচী পালিত হবে। বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে এ দু’টি কর্মসূচীতে যোগ দেয়ার অনুরোধ জানাচ্ছি। ফখরুল ইউনাইটেড হাসপাতালে ॥ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার সকালে চাচার জানাজায় অংশ নেয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় বলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের জানিয়েছেন।
×