ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম ওয়াসার পানিতে জন্ডিসের জীবাণু মেলেনি

প্রকাশিত: ০৬:৪০, ৬ জুলাই ২০১৮

চট্টগ্রাম ওয়াসার পানিতে জন্ডিসের জীবাণু মেলেনি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর বৃহত্তর হালিশহর এবং আগ্রাবাদসহ আশপাশের এলাকায় ওয়াসার সরবরাহ করা পানিতে হেপাটাইটিস-ই বা জন্ডিসে আক্রান্ত হওয়ার মতো ক্ষতিকারক কোন জীবাণু পাওয়া যায়নি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) তদন্ত প্রতিবেদনের আলোকে বৃহস্পতিবার এ তথ্য জানান মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি নগরবাসিকে আতংকিত না হয়ে ওয়াসা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদের নির্দেশিত পন্থায় রিজার্ভারে পানি সংরক্ষণ ও ব্যবহারের আহবান জানিয়েছেন। চসিক সম্মেলন কক্ষে বৃহস্পতিবার দুপুরে মেয়র এ তথ্য প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, মোঃ সাইফুদ্দিন খালেদ সাইফু, শৈবাল দাশ সুমন, চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সেলিম আকতার চৌধুরী, চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডাঃ হুমায়ুন কবির, চট্টগ্রাম ওয়াসার সহকারী প্রকৌশলী ইফতেখার উল্লাহ মামুন প্রমুখ। চসিক মেয়র জানান, সাম্প্রতিক সময়ে পানিবাহিত রোগ জন্ডিসের প্রকোপ বৃদ্ধির খবর বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হওয়ার প্রেক্ষিতে কর্পোরেশন ওয়াসার পানিতে জন্ডিস ও মানব দেহের জন্য ক্ষতিকারক কোন জীবাণু আছে কিনা তা নির্ণয়ে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সেলিম আকতার চৌধুরীকে আহ্বায়ক করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির অপর দুই সদস্য হলেন চট্টগ্রাম ডেপুটি সিভিল সার্জন ডাঃ হুমায়ুন কবির ও চট্টগ্রাম ওয়াসার সহকারী প্রকৌশলী ইফতেখার উল্লাহ মামুন। কর্পোরেশন গঠিত তদন্ত কমিটি বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক এ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের (বিসিএসআইআর) সহায়তায় হালিশহর-আগ্রাবাদসহ আশপাশের এলাকা সরেজমিন পরিদর্শন করে। গঠিত কমিটি বিভিন্ন আবাসিক এলাকার বাসভবনের ১৪টি স্পট থেকে সংরক্ষিত রিজার্ভারের পানি ওই এলাকার ওয়াসার সরবরাহকৃত পানি রিজার্ভারে সংরক্ষণের পূর্বে সংযোগ লাইন থেকে নিয়ে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে দেখার ব্যবস্থা নেয়। পরীক্ষায় ৪টি আবাসিক বাসভবনের সংরক্ষিত রিজার্ভারের পানিতে জীবাণু পাওয়া গেলেও ট্যাঙ্কে সংরক্ষণের পূর্বে ওয়াসার সংযোগ লাইনের সংগৃহীত পানির নমুনায় জন্ডিস আক্রান্ত হওয়ার কোন জীবাণু পাওয়া যায়নি। এছাড়াও ওয়াসার সংরক্ষিত বাটালীপাহাড় রিজার্ভার ও নাসিরাবাদ রিজার্ভারের পানির নমুনা সংগ্রহের পর পরীক্ষা করে দেখা হয়। তাতেও জন্ডিস, কলেরা কিংবা ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার মতো জীবাণুর উপস্থিতি মেলেনি।
×