ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের উত্তরণ ॥ যুক্তরাজ্যের প্রশংসা

প্রকাশিত: ০৬:৩৯, ৬ জুলাই ২০১৮

উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের উত্তরণ ॥ যুক্তরাজ্যের প্রশংসা

উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের উত্তরণের বিষয়টি উদ্যাপন করেছে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন। বুধবার লন্ডনের ব্যাডেন পাওয়েল হাউসে এ উপলক্ষে এক অনুষ্ঠানে আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোঃ নাজমুল কাওনাইন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল পার্টি পার্লামেন্টারি গুপ অন বাংলাদেশের চেয়ার এবং রোহিঙ্গা বিষয়ক সর্বদলীয় পার্লামেন্টারি গ্রুপের কো-চেয়ার এ্যান মেইন এমপি, যুক্তরাজ্য ফরেন এ্যান্ড কমনওয়েল অফিসের উর্ধতন উপদেষ্টা জোয়েল হার্ডিং ও আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের ট্রেড পলিসি ম্যানেজার ক্রিস্টিনা টোপেল। এ ছাড়া হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাইকমিশনের কমার্সিয়াল কাউন্সিলর এসএম জাকারিয়া হক। অনুষ্ঠানে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণের ওপর একটি তথ্য চিত্র প্রদর্শিত হয়। বাংলাদেশের এই অর্জনে উপস্থিত বক্তারা ভূঁয়সী প্রশংসা করেন। সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। -বিজ্ঞপ্তি ফ্রান্সে পুনরায় চালু হচ্ছে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ ব্যবস্থা আবার ফিরিয়ে আনছেন। আগামী বছর থেকে তা কার্যকার হবে। এলিসি প্রাসাদ জানিয়েছে, এই প্রশিক্ষণ কর্মসূচীকে ইউনিভার্সাল ন্যাশনাল সার্ভিস নামে ডাকা হবে। যাতে প্রত্যেক ফরাসী নাগরিককে অংশ নিতে হবে। বয়স ১৬ বছর হলেই তা বাধ্যতামূলকভাবে প্রশিক্ষণ নিতে হবে। এই প্রশিক্ষণের লক্ষ্য হলো, জাতীয় প্রয়োজনে প্রত্যেক নাগরিকের অংশগ্রহণ ও প্রতিশ্রুতিবদ্ধতা নিশ্চিত করা। নাগরিকত্বের মূল্যবোধ ও সম্প্রদায়ের অন্তর্গত অনুভূতির মান বৃদ্ধি করা। সামাজিক সংহতি জোরদার ও প্রজাতন্ত্রের জন্য জরুরী। -সিএনএন
×