ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইসরাইলের মিত্র এখন বাশার আল আসাদ ॥ হারেৎসের বিশ্লেষণ

প্রকাশিত: ০৬:৩৮, ৬ জুলাই ২০১৮

ইসরাইলের মিত্র এখন বাশার আল আসাদ ॥ হারেৎসের বিশ্লেষণ

২০১১ সালেসিরিয়া গৃহযুদ্ধ শুরু হয়। তখন ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অবস্থান সম্পর্কে খসড়া সুপারিশ করেছিল। মন্ত্রণালয় জানিয়েছিল, ইসরাইলের অবশ্যই সিরিয়ায় হিংসা ছড়ানোর জন্য দায়ীদের সমালোচনা করা উচিত এবং প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতাচ্যুত করার আহ্বান করেছে। এতে যুক্তি দেখানো হয় যে, কেবলমাত্র ইসরাইল শুধু নয় পশ্চিমারাও আসাদের সমালোচনা করেছে। তারা ষড়যন্ত্র তত্ত্বগুলোর চারণভূমিতে পরিণত করেছে যাতে ইসরাইল গণহত্যাকারীদের ক্ষমতায় দেখতে চায় না। হারেৎস। ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী আভিগদার লিবারম্যান সুপারিশটি গ্রহণ করেছিলেন তবে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এর বিরোধিতা করেন। নেতানিয়াহু হত্যা ও সিরিয়ার সেনাবাহিনীকে দোষারোপ করে অভিযোগ করেন যে, বিভিন্ন নেতাদের কাছে তাদের প্রতিবেশী এবং তাদের নিজেদের লোকদের হত্যা করা সম্পর্কে কোন নৈতিক সচেতনতা নেই। আসাদ এখন সিরিয়ার অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণ করছেন। তার বাহিনী দক্ষিণাঞ্চলের বিদ্রোহীদের বিরুদ্ধে একটি চূড়ান্ত লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। ইসরাইল এখন আসাদ ক্ষমতায় দেখতে চাচ্ছে। কয়েক সপ্তাহ আগে ইসরাইল জানিয়েছিল তারা রাশিয়ার বিরোধিতা করবে না। এজন্য যে সিদ্ধান্তটি তাদের হাতে থাকবে অথবা যদি সিরিয়া যুদ্ধ শেষে সিরিয়ায় যে ধরনের সরকার ক্ষমতায় থাকবে তারা ইসরাইলের জন্য কোন অসুবিধার সৃষ্টি করবে না। ইসরাইল শুধুমাত্র আসাদের শাসনকে মেনে নেবে।
×