ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জার্মানি থেকে পাততাড়ি গোটানোর কথা ভাবছেন ট্রাম্প

প্রকাশিত: ০৬:৩৮, ৬ জুলাই ২০১৮

জার্মানি থেকে পাততাড়ি গোটানোর কথা ভাবছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মেরকেলের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর মার্কিন প্রতিরক্ষা দফতর জার্মানি থেকে ব্যাপক সংখ্যক মার্কিন সৈন্য প্রত্যাহারের কথা ভাবছে। ডেইলি মেইল। ওয়াশিংটন পোস্টের এক রিপোর্টে বলা হয়েছে যে, দেশটিতে ব্যাপক সংখ্যক মার্কিন সৈন্যের উপস্থিতি দেখে চমকে ওঠেছেন ট্রাম্প এবং অভিযোগ তুলেছেন, অন্য দেশগুলো ন্যাটোর জন্য পর্যাপ্ত অর্থ দিচ্ছে না। বর্তমানে জার্মানিতে প্রায় ৩৫ হাজার মার্কিন সৈন্য রয়েছে। কিছু সংখ্যক ইউরোপীয় কর্মকর্তা মার্কিন সৈন্য প্রত্যাহার সম্ভাবনায় শঙ্কিত হয়ে পড়েছেন এবং ব্রাসেলসে ন্যাটো শীর্ষ বৈঠককে সামনে রেখে এটা কেবল এক আলোচনার কৌশল কিনা তা ভেবে বিস্ময়বোধ করছেন বলে রিপোর্টে বলা হয়েছে। ট্রাম্প শীর্ষ বৈঠকে অপর্যাপ্ত প্রতিরক্ষা ব্যয়ের জন্য যুক্তরাষ্ট্রে সহযোগী দেশগুলোর সমালোচনা করবেন বলে মনে হচ্ছে। উপরন্তু কিছু সংখ্যক মার্কিন কর্মকর্তা সংশ্লিষ্ট কোন পদক্ষেপ গ্রহণ থেকে ট্রাম্পকে বিরত রাখার চেষ্টাও করেছেন। রিপোর্টে বলা হয়েছে, ট্রাম্প জানান চ্যান্সেলর এঞ্জেলা মেরকেলের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে জার্মানি থেকে ব্যাপক সংখ্যক সৈন্য প্রত্যাহারের বিকল্পগুলো ভেবে দেখছেন। মেরকেল জি-সেভেনে একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করার জন্য ট্রাম্পকে চাপ দিলে তিনি মেরকেলের দিকে দুটি স্টারবার্স্ট ক্যান্ডি ছুড়ে দেন। তিনি বলেন, এই নাও এঞ্জেলা। এ কথা বলো না যে কখনও আমি তোমাকে কিছু দিইনি। এ ঘটনার পরপরই যে ছবি নেয়া হয় তাতে ফুটে ওঠে যে, এ দুই বিশ্বনেতার মধ্যে উত্তেজনা বৃদ্ধি অব্যাহত থাকছে। ট্রাম্প বারবার বলেছেন, ন্যাটোর সহযোগী দেশগুলো প্রতিরক্ষা খাতে তাদের দু’শতাংশ জিডিপি ব্যয় করতে না পারায় তিনি অসন্তুষ্ট।
×