ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংজ্ঞাহীন অবস্থায় এক যুগল উদ্ধার

ব্রিটেনে ফের ‘নার্ভ গ্যাস’ হামলা!

প্রকাশিত: ০৬:৩৭, ৬ জুলাই ২০১৮

ব্রিটেনে ফের ‘নার্ভ গ্যাস’ হামলা!

যুক্তরাজ্যে ফের বিষাক্ত নভিচক নার্ভ এজেন্ট হামলার ঘটনা ঘটেছে। হামলার শিকার এক যুগলকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করেছে উইল্টশায়ারের পুলিশ। সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়াকে হত্যাচেষ্টায় যে বিষাক্ত রাসায়নিক ব্যবহৃত হয়েছিল এবারও সেই একই গ্যাস ব্যবহার করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। -বিবিসি। শনিবার এইমসবুরির একটি বাড়ি থেকে ওই যুগলকে উদ্ধার করা হয়। তাদের ৪৫ বছর বয়সী চার্লি রোলি ও ৪৪ বছর বয়সী ডন স্টারজেস হিসেবে শনাক্ত করা হয়েছে। তাদের দুজনের অবস্থাই ‘গুরুতর’। রেলি ও স্টারজেসের ‘অতীত এমন কিছু ছিল না’ যাতে তারা হামলার লক্ষ্য হতে পারেন বলে ইঙ্গিত মেলে, জানিয়েছে পুলিশ। মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার নিল বসু বলেছেন, উইল্টশায়ারের যুগল যে নোভিচক নার্ভ এজেন্টের সংস্পর্শে এসেছেন তা সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়াকে হামলায় ব্যবহৃত নোভিচকের সঙ্গে একই ব্যাচে এসেছিল কী না তা নিশ্চিত হওয়া যায়নি। তিনি জানিয়েছেন এ সবকিছুই অনুমান, আসলে কোন গ্যাস ব্যবহৃত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। রোলি ও স্টারজেসের সজ্ঞাহীন অবস্থার জন্য দায়ী দূষিত বস্তুটিকে চিহ্নিত করা না গেলেও কোথায় তারা বিষাক্ত এ রাসায়নিকটির সংস্পর্শে এসেছিলেন তা বের করতে কর্মকর্তারা ‘যুগলটির চলাচলের পথে প্রতিটি জিনিসের বিশদভাবে পরীক্ষা’ করে দেখছেন বলেও জানিয়েছেন এ সহকারী কমিশনার। পরিচিত জিনিস না হলে সেটা ধরার ক্ষেত্রে জনসাধারণকে সাবধানতা অবলম্বনেরও তিনি পরামর্শ দিয়েছেন। কিসের ভেতরে এই নার্ভ এজেন্টটি থাকতে পারে, সে বিষয়ে পুলিশের এখনও পর্যন্ত কোন ধারণা নেই। যুক্তরাজ্যের কাউন্টার টেররিজম পুলিশিং নেটওয়ার্ক ঘটনাটির তদন্তে নেতৃত্ব দিচ্ছে, উইল্টশায়ার পুলিশ তাদের সঙ্গে আছে। মার্চে স্ক্রিপালদের ওপর ব্যবহৃত নোভিচকের বাকি অংশই এ দফা রোলি ও স্টারজেস দম্পতির সজ্ঞাহীন অবস্থার জন্য দায়ী বলেই অনেকের সন্দেহ। ইংল্যান্ডের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা অবশ্য বলছেন, জনসাধারণের জন্য এই বিষাক্ত রাসায়নিকটির ঝুঁকি এখনও অনেক কম। তিনি বলেন, উপসর্গের মুখোমুখি হওয়ার আগ পর্যন্ত স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামত চাওয়ার প্রয়োজন নেই। ওই সময়ের মধ্যে যদি কেউ ওই বিষাক্ত রাসায়নিকের সংস্পর্শে থাকতেন, তাহলে এতক্ষণে তার উপসর্গও স্পষ্ট হওয়ার কথা। শনিবার এইমসবেরির বাড়ি থেকে দুই দফা স্বাস্থ্য কর্মীদের ডাকা হয়। স্টারগেস অচেতন হওয়ার পর সকালে একবার, বিকেলে রোলি অসুস্থ অনুভব করার পর আরেকবার। প্রাথমিকভাবে দূষিত হেরোইন কিংবা ক্র্যাক কোকেন ব্যবহারের কারণে এই যুগল অসুস্থ হয়ে পড়েছেন বলে সন্দেহ করা হয়েছিল। পরে উইল্টশায়ারের পোর্টন ডাউনের প্রতিরক্ষা গবেষণা ব্যবস্থাপনায় পরীক্ষানিরীক্ষা শেষে নোভিচকের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। অসুস্থ হওয়ার আগে রোলি ও স্টারজেস এইমসবুরি ও সলসবুরির যে যে এলাকায় গিয়েছিলেন পুলিশ সেগুলো ঘিরে রেখেছে বলে জানিয়েছে। সের্গেই ও ইউলিয়া স্ক্রিপাল আক্রান্ত হওয়ার পর সলসবেরির যে স্থানটির দূষণ দূর করা হয়েছিল, উইল্টশায়ার যুগলের মধ্যে কেউ ওই স্থানে গিয়েছিলেন সে বিষয়েও কোন প্রমাণ পাওয়া যায়নি। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেয়ায় জরুরী বিভাগগুলোর কর্মকর্তা এবং সলসবেরি ডিস্ট্রিক্ট হাসপাতালের কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। এ ঘটনাকে ‘মার্চে সলসবেরির বেপরোয়া ও বর্বর হামলার ধারাবাহিকতা’ হিসেবেও অ্যাখ্যা দেন। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রথম অগ্রাধিকার; যদিও ইংল্যান্ডের পাবলিক হেলথ কর্তৃপক্ষ স্পষ্ট করে বলেছে, জনসাধারণের জন্য এর ঝুঁকি অত্যন্ত কম।
×