ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বরিশাল সিটি নির্বাচন

ফেসবুকে আবদুল্লাহর প্রচার, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় মজিবর

প্রকাশিত: ০৬:০৪, ৬ জুলাই ২০১৮

ফেসবুকে আবদুল্লাহর প্রচার, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় মজিবর

খোকন আহম্মেদ হীরা, বরিশাল ॥ সমৃদ্ধির পথে নগরবাসীদের নিয়ে আগামীর বরিশাল গড়ার প্রত্যয়ে ভিন্ন আঙ্গিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অঙ্গীকার করেছেন আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। নৌকার মাঝি এ মেয়র প্রার্থী লিখিত কোন ইশতেহার না দিলেও সমৃদ্ধির পথে বরিশাল সিটি গড়ার রূপকল্পের ঘোষণা প্রদানে ভিন্নমাত্রা যোগ হয়েছে। ফেসবুকের মাধ্যমে মেয়র প্রার্থী সাদিক আব্দুল্লাহর আগামীর সমৃদ্ধির বরিশাল গড়ার রূপকল্পের ভিডিও ডকুমেন্টারি প্রচারিত হওয়ার সর্বত্র ব্যাপক সাড়া জাগিয়েছে। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০২১ সালের মধ্যে ডিজিটাল দেশ গড়ার অঙ্গীকারকে বাস্তবায়নের রূপ দিতে ডিজিটালপন্থা অবলম্বন করে নগরবাসীর মনে ব্যাপক আলোড়ন তুলেছেন বরিশালের মেয়র প্রার্থী সাদিক আব্দুল্লাহ। সিটি কর্পোরেশনের আওতাধীন প্রতিটি ওয়ার্ড থেকে শুরু করে পাড়া মহল্লার অলিগলির সমস্যাসমূহ সরেজমিনে চিহ্নিত করে তা সমাধানের জন্য ভিডিও ডকুমেন্টারির মাধ্যমে সাদিক আব্দুল্লাহ নগরবাসীদের কাছে অঙ্গীকারবদ্ধ হয়েছেন। আগামী ৩০ জুলাইয়ের বিসিসি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নগরবাসীর প্রতিটি চাহিদা পূরণ করার উদ্দেশে লিখিত কোন নির্বাচনী ইশতেহার জমা দেননি। গত ৩ জুলাই রাতে বরিশাল সিটি কর্পোরেশন এলাকার মৌলিক সমস্যাসমূহ উপস্থাপনসহ সমাধানের জন্য অঙ্গীকারাবদ্ধ হওয়ার একটি ভিডিও ডকুমেন্টারি সামাজিক অনলাইন গণমাধ্যমে প্রকাশ করা হয়। ‘সমৃদ্ধির পথে আগামীর বরিশাল’ শিরোনামের ডকুমেন্টারি উপস্থাপনে দেখা গেছে, বরিশাল সিটির মধ্যভাগে উন্নয়নের ছোঁয়া লাগলেও বর্তমান সিটি কর্পোরেশনের অব্যবস্থাপনার কারণে বিসিসির আওতাধীন অনেক বর্ধিত এলাকাগুলোতে উন্নয়নের বিন্দুমাত্র ছোঁয়া পৌঁছায়নি। বর্ধিত অনেক এলাকাতে বিদ্যুত সংযোগ যায়নি, শহরের ন্যায় অনেক বর্ধিত এলাকায় পিচঢালা রাস্তারও দেখা মেলেনি। ফলে সিটির নাগরিকদের অধিকার আদায়ে হোঁচট খেতে হয় ইট ভাঙ্গা রাস্তায় চলার পথে। বিসিসির অব্যবস্থাপনাকে দায়ী করে উপস্থাপন করা হয় বর্ধিত এলাকার মুমূর্ষ রোগীর চিকিৎসার জন্যও শহরের উদ্দেশ্যে ছুটতে হচ্ছে। সিটির মধ্যভাগে শিক্ষা ব্যবস্থার উন্নতি হলেও বর্ধিত এলাকার অনেক স্থানে শিক্ষার আলোর প্রসার ঘটেনি। ফলে বাল্যবিবাহ থেকে শুরু করে বেকারত্বের অভিশাপে মাদকাসক্তির সমাজে রূপ নিচ্ছে আগামী প্রজন্মের ভবিষ্যত। এছাড়া সামান্য বৃষ্টিতেই গোটা শহরে জলাবদ্ধতার কারণে দুর্ভোগ ও ভোগান্তিতে জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে শহর থেকে শুরু করে বর্ধিত এলাকাবাসীর। শিশু কিশোরদের জন্য অনেক এলাকায় নেই খেলার মাঠ। বিসিসির অব্যবস্থাপনায় এমন হাজারো সমস্যার সমাধানে সমৃদ্ধির পথে আগামীর বরিশাল গড়ার অংশীদার হিসেবে নগরবাসীদের একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী। আওয়ামী লীগ মনোনীত আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, সর্বপ্রথম নগরবাসীদের সমস্যাসমূহ চিহ্নিতকরণের পর বিশ্লেষণের মাধ্যমে সমাধানের পথ বের করে নগরবাসীদের কাছে ভিডিও ডকুমেন্টারির মাধ্যমে তুলে ধরা হয়েছে। নগরবাসীদের পুরনো সকল সমস্যা সমাধান একার কারও পক্ষেই সমাধান করা সম্ভব নয়। সেক্ষেত্রে বরিশালবাসীর স্বার্থে, উন্নয়নের স্বার্থে কথায় নয়; কাজের মাধ্যমে নগরবাসীর সমস্যা সমাধানের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ আরও বলেন, আমার দাদা সাবেক মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ও বাবা সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি বরিশালবাসীর সেবায় নিজেদের বিলিয়ে দিয়েছেন। আমি তাদের প্রতিটি ভাল কাজের সঙ্গে নিজেকে বিলিয়ে দিয়ে তাদের সম্মানকে আরও বেশি সম্মানিত করতে চাই। এজন্য প্রয়োজন শুধু আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের সহযোগিতা এবং জনগণের ভালবাসা। আপনাদের সবাইকে পাশে পেলে ইনশা আল্লাহ দক্ষিণ বাংলাকে সিঙ্গাপুরে রূপ দিতে আমিও হবো প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী। ‘সমৃদ্ধির পথে আগামীর বরিশাল’ প্রযোজক তরুণ সংগঠক ॥ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপলোড দিয়ে ‘সমৃদ্ধির পথে আগামীর বরিশাল’ নামে বিশেষ তথ্য বা প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) কার্যক্রম শুরু করছেন। ডকুমেন্টারি প্রযোজনা করেছেন দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ তরুণ সংগঠন ‘বরিশাল ইয়ুথ সোসাইটির প্রতিষ্ঠাতা ফায়েজ বেলাল। ছাত্রজীবনে ফায়েজ বেলাল ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স, ইউনিসেফ, সেইভ দ্য চিলড্রেন, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশসহ বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক সংস্থায় কাজ করেছেন। শঙ্কায় বিএনপি প্রার্থী সরোয়ার ॥ ৩০ বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। বুধবার তিনি বরিশাল রিপোর্টার্স ইউনিটির কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে সাংবাদিকদের কাছে নির্বাচন নিয়ে এ শঙ্কা প্রকাশ করেন। সরোয়ার বলেন, বরিশালে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর বাবা মন্ত্রী পদমর্যাদায় রয়েছেন। প্রার্থী প্রধানমন্ত্রীর নিকট আত্মীয়। তাই সবমিলিয়ে নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। মজিবর রহমান সরোয়ার শঙ্কার মধ্যে থেকেও বলেন, আমাদের দাবি থাকবে প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্বের সহিত দেখবেন। কারণ নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে দায়ভার সরকারকেই নিতে হবে। সরোয়ার আরও বলেন, প্রধানমন্ত্রী নিজেই বলেছেন নির্বাচনে জয়লাভ করতে গিয়ে যেন দলের কোনো বদনাম না হয়। আর সে লক্ষ্যে আমরা সুষ্ঠু নির্বাচন আশা করছি। কেন না এ নির্বাচনের মাধ্যমেই আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে কিনা তার ইঙ্গিত দেবে। বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ও মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনের অংশ হিসেবে এ সিটি নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছে। আসন্ন সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ারের শঙ্কার কথা পুরোপুরি উড়িয়ে দিয়ে মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল বলেন, বরিশালবাসীর তথা আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আমাদের প্রাণ প্রিয় নেতা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর ব্যাপক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিএনপির প্রার্থী নিশ্চিত পরাজয় জেনে নির্বাচনের শুরুতেই ভোট নিয়ে শঙ্কা নামের নাটক সাজিয়েছেন। বিএনপি প্রার্থীর সমন্বয়ক মির্জা আব্বাস ॥ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ারের পক্ষে নির্বাচনী প্রচার চালাতে প্রধান সমন্বয়কের দায়িত্ব দেয়া হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মির্জা আব্বাস বরিশালে পৌছেই স্থানীয় নেতাদের সঙ্গে করণীয় ঠিক করতে বৈঠক করেছেন। প্রতীক বরাদ্দের পরপরই যাতে মেয়র প্রার্থীর পক্ষে প্রচারে ঐক্যবদ্ধভাবে মাঠে নামা যায়-তা নিয়েই মূলত বৈঠকে আলোচনা হয়েছে। আইনী লড়াইয়ে মনোনয়নের বৈধতা পেলেন জাপা প্রার্থী ॥ চতুর্থ পরিষদের সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত প্রার্থী ইকবাল হোসেন তাপস বরিশাল বিভাগীয় কমিশনারের আদালতে আইনি লড়াইয়ের মাধ্যমে রিটার্নিং অফিসার কর্তৃক বাতিল হওয়া মনোনয়নপত্রের বৈধতা পেয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটায় বিভাগীয় কমিশনারের নির্বাচনী আদালতে বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ শহিদুজ্জামান প্রার্থী ও দলীয় নেতাকর্মীসহ আইনজীবীদের উপস্থিতিতে বাতিল হওয়া মনোনয়নপত্র বৈধতা ঘোষণা করেন। বিএনপি প্রার্থীর মতবিনিময় ॥ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বৃহস্পতিবার দুপুরে নগরবাসীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। নগরীর হাতেমআলী কলেজ চৌমাথা মারকার্স মসজিদ প্রাঙ্গণে একটি জানাজার নামাজে অংশ নিতে যাওয়ার পথে মজিবর রহমান সরোয়ারের পুরনো সংগঠন শ্রমিকদের সঙ্গে কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টারমিনালে প্রবেশ করেই প্রথমে তিনি বাস শ্রমিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। পরে সরোয়ার বাস মালিক সমিতির সভাপতি আফতাব আহমেদসহ অন্য সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও কুশল বিনিময় করেন। এরপরে সরোয়ার নথুল্লাবাদ বাস টারমিনালে থাকা বিভিন্ন বাস কাউন্টারের সদস্য ও পুলিশ প্রশাসনের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। এছাড়া বিকেলে মজিবর রহমান সরোয়ারের বাস ভবনে মহিলা দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন।
×