ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নির্বাচন ঠেকানোর ক্ষমতা জনগণ ছাড়া কারও নেই ॥ নাসিম

প্রকাশিত: ০৫:৫৯, ৬ জুলাই ২০১৮

নির্বাচন ঠেকানোর ক্ষমতা জনগণ ছাড়া কারও নেই ॥ নাসিম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ নির্বাচন ঠেকানোর ক্ষমতা জনগণ ছাড়া কারও নেই মন্তব্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আওয়ামী লীগ আবারও জনগণের ভোট নিয়ে নির্বাচিত হবে এবং বিজয়ের হ্যাটট্রিক করবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা হ্যাটট্রিক মিস করতে পারে না। তিনি বৃহস্পতিবার সিরাজগঞ্জ মহর থেকে প্রায় ৪০ কিমিঃ দূরে মনসুরনগর থানা আওয়ামী লীগ আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ষড়যন্ত্র ও আন্দোলনের পথ পরিহার করে তিনি বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণের প্রস্ততি নেয়ার আহ্বান জানান। সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা খোকনের মৃত্যুতে এ স্মরণ সভার অয়োজন করা হয়েছিল। মহিষামুড়া গোলচত্বরে অনুষ্ঠিত এ স্মরণসভায় সভাপতিত্ব করেন মনসুর নগর থানা আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল লতিফ তারিন। স্মরণসভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য কেএম হোসেন আলী হাসান, ইঞ্জিনিয়ার নুর ই আলম, ইসহাক আলী, কাজীপুর উপজেলা আওয়মী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, ইউপি চেয়ারম্যান, আশরাফুল আলম, জাহাঙ্গীর আলম মোহাম্মদ আলী জিন্নাহ, গোলম মোক্তাদির বকুল, মিজানুর রহমান দুদু সহিদুল আলম, গোলাম রব্বানী। এর আগে তিনি প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপথ অধিদফতর নির্মিত একটি সেতুর ফলক উন্মোচন করেন। বেদনা বিঁধুর পরিবেশে অনুষ্ঠিত এ স্মরণ সবা মোহাম্মদ নাসিমের উপস্থিতি উজ্জীবিত হয়ে ওঠে। গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনের কথা উল্লেখ করে ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন- উন্নয়নের স্বার্থেই সিলেট, বরিশাল ও রাজশাহী সিটি নির্বাচনে সেখানকার মানুষ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দেবে। তিন সিটি কর্পোরেশনের নির্বাচনে অতীতের মতোই ১৪ দলের ভূমিকা থাকবে এবং ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয়ের জন্য কাজ করবে। স্মরণসভায় মোহাম্মদ নাসিম দেশব্যাপী মাদকবিরোধী আভিযানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আন্তরিকতার কথা উল্লেখ করে বলেছেন, গ্রাম-গঞ্জেও মাদকের ভয়াল থাবায় পারিবারিক জীবন ও সংসার তছনছ হয়ে যাচ্ছে। ইয়াবা ডনরা যুবকদের বিপথে ঠেলে দিচ্ছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আইনশৃঙ্খলা বাহিনীকে মাদক সেবন ও ব্যবসায়ীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। এই অভিযান নিয়ে রাজনীতির কোন সুযোগ নেই। মিয়ানমার সরকারের নিষ্ঠুর নির্যাতনে সেখান থেকে পালিয়ে আসা ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় দেয়া প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী মহাম্মদ নাসিম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাহসী নেতৃত্বে রোহিঙ্গাদের আশ্রয়, খাদ্য, চিকিৎসা দিয়ে বাংলাদেশ বিশ্ব নেতৃবৃন্দের প্রশংসা অর্জন করেছে। শেখ হাসিনা মাদার অব হিউম্যানিটির মর্যাদা পেয়েছেন। বিশ্ব নেতৃবৃন্দ এদেশে এসে রোহিঙ্গাদের পরিস্থিতি সরেজমিন দেখছেন।
×