ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঝলক

প্রকাশিত: ০৫:৫৯, ৬ জুলাই ২০১৮

ঝলক

নবজাতক গ্রহের সন্ধান জ্যোতির্বিজ্ঞানীরা প্রথমবারের মতো এমন একটি গ্রহের ছবি তুলতে পেরেছেন, যেটি তার নক্ষত্রের কাছাকাছি গ্যাস এবং ধূলিকণার ডিস্কের মধ্যে গঠিত হচ্ছে। বিজ্ঞানীরা বহুদিন ধরেই একটি শিশু গ্রহের সন্ধান করছিলেন এবং এই প্রথমবারের মতো এ ধরনের গ্রহের ছবি তুলতে সক্ষম হয়েছেন। পৃথিবী থেকে ৩৭০ আলোকবর্ষ দূরে ‘পিডিএস ৭০’ নামক একটি বামন নক্ষত্র ঘিরে গ্রহটি গঠিত হচ্ছে। এর নক্ষত্রটি ১০ মিলিয়ন বছরের কম বয়সী। এটির ‘পিডিএস ৭০বি’ নামক নবজাতক গ্রহটির ভর বৃহস্পতি গ্রহের তুলনায় বড় এবং গ্যাসীয় দানব গ্রহটিতে সম্ভবত মেঘলা বায়ুম-ল থাকতে পারে। জার্মানির ম্যাক্স প্ল্যাংক ইনস্টিটিউট ফর এ্যাস্ট্রোনমির একদল গবেষকের পরিচালিত এই গবেষণায় দেখা গেছে, ইউরেনাস যেমন অনেক দূরত্ব থেকে সূর্যকে প্রদক্ষিণ করে, তেমনি এই গ্রহটিও অনেক বেশি দূরত্ব থেকে এর নক্ষত্রকে প্রদক্ষিণ করে। বামন নক্ষত্রটিকে একবার প্রদক্ষিণ করতে গ্রহটির প্রায় ১১৮ বছর সময় লাগে। গ্রহটির পৃষ্ঠের তাপমাত্রা ১ হাজার ডিগ্রী সেলসিয়াসের বেশি হবে বলে মনে করা হচ্ছে, যা আমাদের সৌরজগতের যে কোন গ্রহের তুলনায় অনেক বেশি। চিলিতে অবস্থিত ইউরোপীয় সাউদার্ন অবজারভেটরির বিশালাকৃতির টেলিস্কোপের সাহায্য নবজাতক গ্রহটির ছবি ধারণ করা হয়েছে। এ্যাস্ট্রোনোমি এ্যান্ড এ্যাস্ট্রোফিজিক্স জার্নালে প্রকাশিত এই গবেষণার মূল লেখক মিরিয়াম কেপলার বলেন, তরুণ নক্ষত্রটির চারপাশের ডিস্কগুলো গ্রহের জন্মস্থান কিন্তু বিশ্বে এখন পর্যন্ত খুব অল্প সংখ্যক গবেষণায় এ ধরনের জায়গায় শিশু গ্রহ শণাক্ত করা হয়েছে। পৃথিবীতে অবস্থিত অন্যান্য টেলিস্কোপ সংস্থা এখনও অবশ্য নতুন গ্রহটির বিষয়ে তাদের চূড়ান্ত সাক্ষ্য দেয়নি। মিরিয়াম বলেন, সমস্যা হচ্ছে, এখন পর্যন্ত এ ধরনের গ্রহ প্রার্থীদের বেশিরভাগই ডিস্কের বৈশিষ্ট্য হতে পারে। কিন্তু আমাদের পর্যবেক্ষণের সুবিধাটা হচ্ছে, আমরা নতুন গ্রহটি পর্যবেক্ষণ করেছি বিভিন্ন বছরে, বিভিন্ন ফিল্টার ব্যান্ড, বিভিন্ন পর্যবেক্ষণ যন্ত্রের সাহায্যে। মহাকাশে থাকা টেলিস্কোপ যান কেপলারের সাহায্যে এর আগেও তরুণ গ্রহ চিহ্নিত করা হয়েছিল। কিন্তু সেক্ষেত্রে সীমাবদ্ধতাও রয়েছে বলে মনে করেন মিরিয়াম। তিনি বলেন, নড়াচড়ার মাধ্যমে কেপলার টেলিস্কোপ নক্ষত্রের আলোর ওপর নিজের প্রভাবও ফেলে। মিরিয়াম আরও বলেন, নতুন গ্রহটি সম্পর্কে স্পেশাল বিষয় হচ্ছে, আমরা পৃথিবী থেকে সরাসরি গ্রহটির ছবি তুলতে পেরেছি। কেপলারের ক্ষেত্রে উদাহরণস্বরূপ বলা যায় যে, এটি পরোক্ষ পদ্ধতি হতো। কিন্তু আমাদের কাছে এখন সরাসরি গ্রহের জন্মস্থানের ছবি আছে, যার বৈশিষ্ট্যপূর্ণ ডিস্ক রয়েছে। এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ দীর্ঘদিন ধরেই মানুষজনের ভাবনায় রয়েছে যে, গ্রহগুলো আসলে কিভাবে গঠিত হয়, ডিস্কের ধূলিকণা ও উপাদানগুলো কিভাবে গ্রহে রূপ নেয় এবং এখন আমরা সরাসরি এই বিষয়টি পর্যবেক্ষণ করতে পারছি। সদ্য আবিষ্কৃত নবজাতক গ্রহটি মাত্র পাঁচ থেকে ছয় মিলিয়ন বছর বয়সী। -বিবিসি চালক ছাড়াই চলবে বাস ২০১৯ সালের শুরুতেই জাপানের রাস্তায় স্বচালিত বাস সেবা চালু করতে যাচ্ছে চীনা সার্চ ইঞ্জিন জায়ান্ট বাইদু। অবশ্য তার আগেই নিজ দেশের কয়েকটি শহরে স্বচালিত বাস নামাতে পারে প্রতিষ্ঠানটি। বাইদুর বার্ষিক ডেভেলপারস সম্মেলনে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়, স্বচালিত বাসের উৎপাদন বাড়ানো হয়েছে। প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদনে বলা হয়, জাপানে এসবি ড্রাইভের সঙ্গে অংশীদারিত্বে স্বচালিত বাস নামাতে যাচ্ছে বাইদু। সফটব্যাংকের স্বয়ংক্রিয় গণপরিবহন সহায়ক প্রতিষ্ঠান হলো এসবি ড্রাইভ। স্বয়ংক্রিয় বাস তৈরিতে বাস নির্মাতা চীনা প্রতিষ্ঠান কিং লংয়ের সঙ্গে কাজ করছে বাইদু। এই বাসগুলোর নাম দেয়া হয়েছে এ্যাপোলং। ইতোমধ্যেই এ ধরনের ১০০টি বাস বানানো হয়েছে। বাসগুলোতে ১৪ যাত্রী চড়তে পারবেন। বাসগুলোতে চালকের কোন আসন বা স্টিয়ারিং হুইল রাখা হয়নি। ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি এ্যাডমিনিস্ট্রেশনের তথ্যানুসারে, চতুর্থ পর্যায়ের স্বয়ংক্রিয় চালনা ক্ষমতা নিয়ে রাস্তায় নামবে এ্যাপোলোং। নির্দিষ্ট ভৌগোলিক অবস্থানে কোন চালক লাগবে না বাসগুলোর। প্রতিষ্ঠানের স্বচালনা প্লাটফর্ম ‘এ্যাপোলো’-তে আপডেটের ঘোষণাও দিয়েছে বাইদু। এতে অন্তর্ভুক্ত করা হচ্ছে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি, ক্লান্ত চালককে শনাক্ত করবে এটি। এর পাশাপাশি ভ্যালে পার্কিং ফিচারও রাখা হয়েছে।-ওয়েবসাইট
×