ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কেউ আসুক না আসুক আগামী নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে ॥ মুহিত

প্রকাশিত: ০৫:৫৭, ৬ জুলাই ২০১৮

কেউ আসুক না আসুক আগামী নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে ॥ মুহিত

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ও নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর ॥ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, কেউ আসুক বা না আসুক তাতে নির্বাচন ঠেকে থাকবে নাÑ নির্বাচন কমিশন (ইসি) যথাযথ ব্যবস্থা নেবে। বৃহস্পতিবার দুপুরে জেলার পার্বতীপুর উপজেলার খোলাহাটি শহীদ ক্যাপ্টেন মাহবুব সেনানিবাসের পাশে নূরুল হুদা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত অত্যাধুনিক ৪তলা শিক্ষাভবন উদ্বোধনকালে মন্ত্রী এ কথা বলেন। ২ কোটি ৯৬ লাখ ৩৪ হাজার টাকা ব্যয়ে এই ভবন নির্মিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনার সরকার যখনই ক্ষমতায় থাকে তখন দেশের সকল ক্ষেত্রে উন্নয়ন হয়। দেশের উন্নয়ন ধারাবাহিকতা চলমান রাখতে প্রত্যেক শিশুকে সুশিক্ষায় শিক্ষিত করতে সরকার শিক্ষা খাতে বরাদ্দের হার বৃদ্ধি করেছে। চলতি বছর বাজেটে ৬৫ হাজার ৯৫ কোটি টাকা শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বেসরকারী বিদ্যালয়গুলো এমপিওভুক্ত করতে চলমান ধারাবাহিকতায় সরকারের বিধি অনুযায়ী কার্যকর করতে সংসদে ঘোষণা দিয়েছেন। অহেতুক এমপিওভুক্ত করার দাবি নিয়ে আন্দোলন করার কোন যৌক্তিকতা নেই। শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞানভিত্তিক যুগোপযোগী পাঠদানের জন্য শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তবেই দেশের ভবিষ্যত প্রজন্ম শিক্ষার্থীরা যুগোপযোগী শিক্ষা গ্রহণে উন্নতির ধারাবাহিকতায় এগিয়ে যেতে পারবে। শিক্ষার গুণগত পদ্ধতি সফল করতে সরকার সব ধরনের পরিকল্পনা গ্রহণে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, পার্বতীপুরের এই পল্লী গ্রামে গত ২০১৭ সালে ২১ জুন ভিত্তিপ্রস্তরের মাধ্যমে ২ কোটি ৯৬ লাখ ৩৪ হাজার টাকা ব্যয়ে আধুনিক পদ্ধতির নির্মিত ৪তলা ভবনই প্রমাণ করে দেশের উন্নয়নের অগ্রযাত্রা তৃণমূল পর্যায়ে কিভাবে এগিয়ে যাচ্ছে। দেশের চলমান উন্নয়নের ধারাবাহিকতায় পার্বতীপুর উপজেলাতেও উন্নয়নের সাফল্য অব্যাহত থাকার ঘোষণা দেন তিনি।
×