ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নতুন কার্যালয়ে আজ বৈঠকে বসছেন আওয়ামী লীগ নেতারা

প্রকাশিত: ০৫:৫৫, ৬ জুলাই ২০১৮

নতুন কার্যালয়ে আজ বৈঠকে বসছেন আওয়ামী লীগ নেতারা

বিশেষ প্রতিনিধি ॥ দীর্ঘদিন পর দলের নতুন কার্যালয়ে বৈঠকে বসছেন আওয়ামী লীগের নীতিনির্ধারক নেতারা। দলের ১০ তলা নিজস্ব নতুন ভবনে প্রথমবারের মতো আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যৌথ সভা করতে যাচ্ছে। আজ শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ের নিজস্ব দলীয় কার্যালয়ে অনুষ্ঠেয় এই বৈঠকে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ এই বৈঠকের মাধ্যমে শুরু হচ্ছে নিজস্ব কার্যালয়ে আওয়ামী লীগের সিরিজ বৈঠক। আজ যৌথসভা দিয়ে শুরু হয়ে এই ধারাবাহিক বৈঠক ৮ জুলাই শেষ হবে। ডিসেম্বরে সংসদ নির্বাচনের প্রস্তুতি ও সাংগঠনিক কার্যাক্রম আরও গতিশীল করতে এসব বৈঠক হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে বৈঠকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। আগামী নির্বাচনকে সামনে রেখে এই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন দলের কেন্দ্রীয় নেতারা। এই বৈঠকে আগামী নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি, নির্বাচনী প্রচারের কৌশলসহ বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে। গত ২৩ জুন দলের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে ১০ তলা এই নিজস্ব ভবন উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৩, বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় হলেও এখানে দীর্ঘদিন ধরে দলের নীতিনির্ধারণী কোন সভা অনুষ্ঠিত হয়নি। দল ক্ষমতায় আসার পর সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারী বাসভবন গণভবন কিংবা ধানম-ির রাজনৈতিক কার্যালয়ে দলীয় সব ধরনের সভা অনুষ্ঠিত হয়। আধুনিক প্রযুক্তির ছোঁয়া ও দৃষ্টিনন্দন দলের ১০ তলা নিজস্ব দলীয় কার্যালয় নির্মিত হওয়ায় আজই প্রথম দলটির নীতিনির্ধারকরা এখানে প্রথম বৈঠকে মিলিত হচ্ছেন। শনিবার বিশেষ বর্ধিত সভা ॥ আগামীকাল শনিবার বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভা হবে। সভায় সভাপতিত্ব করবেন দলের সভাপতি শেখ হাসিনা। দ্বিতীয় যৌথসভা ॥ এছাড়া আগামী ৮ জুলাই রবিবার বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের নিজস্ব কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সঙ্গে সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, ঢাকার পার্শ্ববর্তী জেলার (ঢাকা জেলা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, মানিকগঞ্জ, গাজীপুর জেলা ও মহানগর, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ও মুন্সীগঞ্জ) সভাপতি, সাধারণ সম্পাদক এবং সংশ্লিষ্ট জেলা/মহানগরের অন্তর্গত দলীয় জাতীয় সংসদ সদস্যদের এক যৌথসভা হবে।
×