ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে যুবদলের কমিটি নিয়ে পাল্টা মিছিল ॥ গ্রেফতার চার

প্রকাশিত: ০৫:১২, ৬ জুলাই ২০১৮

মাদারীপুরে যুবদলের কমিটি নিয়ে পাল্টা মিছিল ॥ গ্রেফতার চার

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৫ জুলাই ॥ বৃহস্পতিবার মাদারীপুরে যুবদলের নতুন কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল করেছে পদবঞ্চিত। অন্যদিকে নতুন কমিটির নেতারা বেগম জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। তবে মিছিল দুটো পুলিশি বাধায় প- হয়ে যায়। এ সময় গ্রেফতার করা হয় ৪ নেতা-কর্মীকে। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে শহরের রেইনট্রিতলা এলাকা থেকে ঝাড়ু মিছিল বের করে পদবঞ্চিতরা। এ সময় পুলিশের বাধার মুখে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। মিছিলে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাল সরদার, যুবদল নেতা মিজান শিকদার প্রমুখ। সংক্ষিপ্ত বক্তব্যে কামাল সরদার দাবি করেন অর্থের বিনিময়ে অযোগ্যদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। কমিটির সাধারণ সম্পাদক আওয়ামী লীগের ঘনিষ্ঠ। টাকার বিনিময়ে পকেট কমিটি গঠন করা হয়েছে। তৃণমূলের কোন মতামত নেয়া হয়নি। যারা আন্দোলন সংগ্রাম করেছে বর্তমান সরকারের মামলা হামলার শিকার, তারা পদ বঞ্চিত হয়েছে। অন্যদিকে একই সময় শহরের ডিসি ব্রিজ এলাকায় নতুন কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন মফার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। তারা বেগম জিয়ার মুক্তির দাবিতে সেøাগান দেয়। তবে পুলিশের বাধায় এ মিছিলটিও প- হয়ে যায়। এ সময় পুলিশ ইকবাল বেপারী, রুবেল বেপারী, রুমান সিকদার, মেহেদী দর্জি নামে যুবদলের ৪ কর্মীকে গ্রেফতার করে। এ ঘটনার নিন্দা জানিয়ে বিকেলে দলীয় কার্যালয়ে জেলা বিএনপি এক প্রতিবাদ সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহান্দার আলী জাহান, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ জামিনুর হোসেন মিঠু, পৌর বিএনপির সভাপতি এ্যাডঃ শরীফ মোঃ সাইফুল কবীর, আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডঃ গোলজার আহমেদ চিশতি, যুবদল নতুন কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন খান মফা ও সাধারণ সম্পাদক ফারুক বেপারী। উল্লেখ্য, মঙ্গলবার রাতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি থেকে মোফাজ্জল হোসেন মফাকে সভাপতি ও ফারুক হোসেনকে সাধারণ সম্পাদক করে মাদারীপুর জেলা যুবদলের ৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
×