ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় ইসলাম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

প্রকাশিত: ০৫:১২, ৬ জুলাই ২০১৮

কুমিল্লায় ইসলাম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৫ জুলাই ॥ দাউদকান্দিতে বহুল আলোচিত ইসলাম হত্যা মামলার আসামি মোফাজ্জল হোসেন এবং তার সহযোগী সুমন খানকে ২০ রাউন্ড গুলি ভর্তি ২টি বিদেশী পিস্তল ও ১টি রিভলভারসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার ভোরে জেলার তিতাস উপজেলার গাজীপুর ভূইয়া বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার বিকেলে ডিবির এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে গত ২ মে রাতে দাউদকান্দি উপজেলার বাজরা গ্রামের ইসলামকে (৩৫) ঘুমন্ত অবস্থায় গুলি এবং এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনার পরদিন তার স্ত্রী সুমী আক্তার বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করেন। ৩০ হাজার শিক্ষার্থীকে টিফিনবক্স বিতরণ নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৫ জুলাই ॥ উপজেলার ২শ’৩৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩০ হাজার শিক্ষার্থীদের মাঝে টিফিনবক্স বিতরণ করা হয়েছে। টিফিনবক্স বিতরণ করায় প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতির হার বেড়েছে। জানা যায়, প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের (পিইডিপি-২) স্লিপ ফান্ডের অর্থ দিয়ে টিফিন বক্সগুলো ক্রয় করা হয়। এছাড়াও জাতীয় সংসদের চীফ হুইপ আসম ফিরোজ এমপির কোটায় থাকা টিআর প্রকল্পের বিশেষ বরাদ্দ থেকেও ৫ লাখ টাকা টিফিনবক্স ক্রয়ের জন্য প্রদান করা হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা রিয়াজুল হক বলেন, প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান আনন্দদায়ক করা ও শতভাগ উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে প্রধান শিক্ষকদের নিয়ে একটি সমন্বয় সভা করা হয়। ওই সভায় স্লিপ ফান্ডের অর্থ দিয়ে টিফিনবক্স ক্রয়ের সিদ্ধান্ত নেয়া হয়।
×