ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় শিক্ষক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রকাশিত: ০৫:১২, ৬ জুলাই ২০১৮

নেত্রকোনায় শিক্ষক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৫ জুলাই ॥ কলমাকান্দা উপজেলার উদয়পুর মিতালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন সাঈদী ওরফে দুলাল হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে স্থানীয় থানা পুলিশ। তার নাম জজ মিয়া (৫৫)। তিনি ওই উপজেলার বড়খাপন ইউনিয়নের সাবেক সদস্য ও বাঘসাতরা গ্রামের বাসিন্দা। কলমাকান্দা থানার ওসি একেএম মিজানুর রহমান জানান, মোবাইল ট্রেকিং প্রযুক্তির মাধ্যমে অবস্থান চিহ্নিত করে বুধবার রাতে সুনুরা গ্রামের বোন জামাইয়ের বাড়ি থেকে জজ মিয়াকে গ্রেফতার করা হয়। জানা গেছে, বেতন ও ফি ছাড়া এক ছাত্রকে অর্ধবার্ষিকী পরীক্ষা দিতে না দেয়ায় গত রবিবার সকালে বড়খাপন ইউনিয়নের জয়নগর গ্রামের বাসিন্দা চান মিয়া এবং বাঘসাতরা গ্রামের সাবেক ইউপি মেম্বার জজ মিয়াসহ কয়েক ব্যক্তি উদয়পুর মিতালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন দুলালকে মারধর করে। পরে ওইদিন রাতেই ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ব্যাপারে থানায় জজ মিয়াসহ ৮ জনের নামে একটি হত্যা মামলা হয়েছে। সিলেটে পুলিশ পরিচয়ে ডাকাতি স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ শহরতলীর মুরাদপুর গ্রামে পুলিশ পরিচয়ে হানা দিয়ে ডাকাতি সংঘঠিত হয়েছে। বৃহস্পতিবার ভোরে ১০/১২ জনের একটি ডাকাত দল গ্রামের ইছহাক আলী মঞ্জিলে হানা দেয়। ডাকাতরা প্রথমে পুলিশ পরিচয় দিয়ে দরজায় নক করে। এসময় বাড়ির মালিক হিফজুর রহমানের স্ত্রী লিপি বেগম দরজা খোলার পর ডাকাত দল ঘরের ভেতরে ঢুকে পড়ে। পরে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ ২ লাখ টাকাসহ ১০ ভরি স্বর্ণালঙ্কার ও জমির দলিলাদি নিয়ে পালিয়ে যায়। জানা যায়, ডাকাতিকালে বাড়িতে হিফজুর রহমানের স্ত্রী লিপি বেগম তার ২ সন্তান নিয়ে ঘুমিয়েছিলেন। ডাকাতরা প্রথমে দরজায় পুলিশ পরিচয় দিয়ে ডাক দেয়। এরপর লিপি বেগম দরজা খুললে ডাকাতরা তার হাত-মুখ বেঁধে ফেলে। তাকে অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছ থেকে আলমারির চাবি নিয়ে সেখান থেকে ২ লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও জমির দলিলাদিসহ জরুরী কাগজপত্র নিয়ে যায়।
×