ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সৈয়দপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছাত্র নিহত

প্রকাশিত: ০৫:১১, ৬ জুলাই ২০১৮

সৈয়দপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছাত্র নিহত

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল রেস করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শেখ ইমাম উদ্দিন ওরফে পিউ (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। সৈয়দপুর-পার্বতীপুর সড়কে বুধবার রাতে বেলাইচ-ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত পিউ রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র এবং সৈয়দপুর শহরের ইসলামবাগ চিনি মসজিদ এলাকার মাহাতাব উদ্দিনের ছেলে। জানা যায়, পিউ তার বন্ধুদের সঙ্গে ঘটনার দিন সৈয়দপুর-পার্বতীপুর রাতের ফাঁকা সড়কে মোটরসাইকেল রেস করতে গিয়ে বেলাইচ-ী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে বন্ধুরা উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার সময় পথে (তারাগঞ্জে) তার মৃত্যু হয়। ঠাকুরগাঁওয়ে দোকান কর্মচারী নিজস্ব সংবাদদাতা ঠাকুরগাঁও থেকে জানান, ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কের চুনিহারী যাত্রীবাহী কোচ ও পাগলুর সংঘর্ষে আলম (১৫) নামের এক দোকান কর্মচারী নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীগণ জানান, বুধবার রাত সাড়ে ১০টার সময় আলম বালিয়াডাঙ্গী থেকে পাগলু (থ্রি হুইলার) গাড়িতে বাড়ি ফিরছিল। এ সময় ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের মোলানী চুনিহারীর কাছাকাছি পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহন ওই পাগলুকে ধাক্কা দিলে আলমসহ কয়েকযাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। এ সময় কর্তব্যরত চিকিৎসক আলমকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজে প্রেরণ করেন। রাতে আলমকে রংপুরে নিয়ে যাওয়ার পথে মারা যায়। মৃত আলম মোলানী চুনিহারী গ্রামের মোঃ নুরুল ইসলামের ছোট ছেলে। নওগাঁয় চালকসহ দুই নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, বৃহস্পতিবার ভোরে নওগাঁর ধামইরহাটে গরু বোঝাই ভটভটি উল্টে চালকসহ ২জন নিহত হয়েছে। জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ৬টি গরু ও ১টি মহিষ কিনে বেপারিরা ভটভটিযোগে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় যাওয়ার জন্য রওনা দেয়। পথে ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের কোকিল নাকমস্থানে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাছের সঙ্গে ভটভটির ধাক্কা লাগে। এতে ভটভটি উল্টে গিয়ে চালকসহ ৬ জন আহত হয়। ভটভটির চালক চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার ধানকুড়ি গ্রামের ফারুক হোসেনের পুত্র মানিক হোসেন (২৫) এবং গরু বেপারি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জাটিহারা গ্রামের মৃত খয়ের আলীর পুত্র কাওছার হোসেন (৫৩) মারাত্মক আহত হয়। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে পার্শ্ববর্তী জয়পুরহাট আধুনিক হাসপাতালে নেয়ার পথে ভটভটির চালক মানিক হোসেন এবং হাসপাতালে চিকিৎসাধীনাবস্থায় কাওছার হোসেন মারা যায়। বর্তমানে ৪ গরু বেপারি ও রাখাল আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। ৬টি গরুর মধ্যে ২টি গরু মারাত্মক জখম হলে এলাকাবাসী সেগুলো জবাই করে।
×