ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে সাংবাদিক কন্যা মৃত্যুর ঘটনা

১১ অনিয়ম ॥ ম্যাক্স হাসপাতালকে শোকজ

প্রকাশিত: ০৪:৪৩, ৬ জুলাই ২০১৮

১১ অনিয়ম ॥ ম্যাক্স হাসপাতালকে শোকজ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে সাংবাদিকের শিশু কন্যা রাইফাকে হত্যা করা হয়েছে বলে আবারও অভিযোগ করেছেন চট্টগ্রামের সাংবাদিক নেতৃবৃন্দ। এই হত্যাকা-ের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, অবৈধ ম্যাক্স হাসপাতাল অবিলম্বে বন্ধ করে দেয়া এবং হাসপাতাল ব্যবসার নামে জনগণের পকেট কেটে যারা অর্থবৈভবের মালিক হয়েছেন তাদের অবৈধ অর্থ উপার্জনের বিষয়ে তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) অনুরোধ জানানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। শিশু কন্যা রাইফা’র মৃত্যুর পর স্বাস্থ্য অধিদফতরের তদন্ত দল ম্যাক্স হাসপাতাল তদন্ত করে যেসব অনিয়ম পেয়েছে এ সময় সেসব অনিয়মও তুলে ধরা হয়। চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ারের সভাতিত্বে প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দিন শ্যামল, বিএফইউজের সভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ। উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র নেতৃবৃন্দ। স্বাস্থ্য অধিদফতর ম্যাক্স হাসপাতালের ১১টি অনিয়ম চিহ্নিত করেছে। এগুলো হলো, ম্যাক্স হাসপাতালের লাইসেন্স নবায়নের জন্য যে আবেদন করা হয়েছে তা বিধি মোতাবেক হয়নি। হাসপাতালটি ১৫০ শয্যার হলেও কর্তব্যরত চিকিৎসক, নার্সদের কোন নিয়োগপত্র নেই। বিশেষজ্ঞ চিকিৎসকের কোন তালিকা নেই, হাসপাতালটিতে ক্লিনার, কর্মচারী নিয়োগের কোন তথ্য নেই। হাসপাতালে থাকা প্যাথলজিক্যাল ল্যাবটি অনুমোদনহীন, প্যাথলজিস্ট, রিপোর্ট প্রদানকারী চিকিৎসক এবং মেডিক্যাল টেকনোলজিস্টের কোন তালিকা নেই। এছাড়া হাসপাতালটিতে কোন ব্লাডব্যাংক নেই বলে স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনে আগামী ১৫ কার্য দিবসের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। অন্যথায় প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দেয়া হবে বলেও উল্লেখ করা হয়। এদিকে স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনের প্রতি সমর্থন জানিয়ে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, রাইফার মৃত্যুর পর থেকে সাংবাদিকরা ম্যাক্স হাসপাতালটি অবৈধ বলে দাবি করে আসছিল তা আবারও প্রমাণিত হয়েছে। হাসপাতালে চিকিৎসক, নার্স না হয়েও কিভাবে হাসপাতালটিতে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন এবং শিশুটির চিকিৎসা করা হলো তা নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দ প্রশ্ন তোলেন। তারা বলেন, ম্যাক্স হাসপাতাল কর্তৃপক্ষ শিশু রাইফাকে হত্যা করেছে। নেতৃবৃন্দ ওই হাসপাতালে অপচিকিৎসায় আর কোন সাধারণ নাগরিকের যাতে মৃত্যু না হয় সে জন্য অবিলম্বে হাসপাতালটি বন্ধ করে দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে দাবি জানান। উল্লেখ্য, দৈনিক সমকালের চট্টগ্রাম ব্যুরো অফিসের স্টাফ রিপোর্টার রুবেল খানের কন্যা রাইফা খান (২ বছর ৪ মাস) গত ২৮ জুন জ্বর ও টনসিলজনিত রোগ নিয়ে ভর্তি হয়ে এই হাসপাতালে মৃত্যুবরণ করে। তার মৃত্যু নিয়ে পরিবারের পক্ষে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ও ডাক্তারদের ভুল চিকিৎসার অভিযোগ নিয়ে চট্টগ্রামের সাংবাদিক সমাজ আন্দোলন চালিয়ে যাচ্ছে।
×