ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুক্তিপণ না পেয়ে শিশু হত্যা ॥ ৩ দিন পর লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:৪৩, ৬ জুলাই ২০১৮

মুক্তিপণ না পেয়ে শিশু হত্যা ॥ ৩ দিন পর লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, সাভার, ৫ জুলাই ॥ সাভারে অপহরণের ৩ দিন পর তিন বছরের এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে এগোরটার দিকে সাভার-সিঙ্গাইর সীমানা সেতুর নিচে বংশী নদী থেকে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দু’জনকে গ্রেফতার করে। নিহতের নাম জয়ন্ত বাবু। সে ঠাকুরগাঁও জেলার রানী সংকৈল থানার সহোদর গ্রামের শ্রী সনুর (৩৫) পুত্র। সে অভিভাবকদের সঙ্গে সাভার মডেল থানাধীন তেঁতুলঝোড়া ইউনিয়নের মুসলিমপাড়া এলাকার আউয়ালের বাসায় ভাড়া থাকত। গ্রেফতারকৃতরা হলো- একই বাসার ভাড়াটিয়া আল-আমিন ওরফে শুভ ম-ল ও একই এলাকার জজের বাসার ভাড়াটিয়া নাছির শেখ (২৬)। শ্রী সনু জানায়, ১ জুলাই সকাল ১০টার দিকে তার শিশুপুত্রকে কে বা কারা নিয়ে যায়। এ ঘটনায় পরদিন তিনি সাভার থানায় একটি জিডি (নং-৮৯) দায়ের করেন। তিনি এলাকায় মাইকিং করার পর তার ব্যবহৃত মোবাইল ফোনে নিখোঁজের দিন রাত পৌনে ১০টার দিকে ফোন করে তার নিকট এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরদিন ফোন করে তাকে এ মর্মে হুমকি প্রদান করে যে, দাবিকৃত টাকা বিকাশ না করলে তার শিশুপুত্রের ক্ষতি হবে। ওইদিন বিকেলে দু’দফায় ৭ হাজার টাকা বিকাশের মাধ্যমে অপহরণকারীদের প্রদান করা হয়। কিন্তু অবশিষ্ট ৯৭ হাজার টাকা পরিশোধ না করায় তার শিশুপুত্রকে ফেরত দেয়নি। বিষয়টি থানায় অবহিত করা হলে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আল-আমিন ও নাছির শেখকে আটক করে থানায় নিয়ে যায়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায় যে, তার বসত ঘরের সামনে থেকে আল-আমিন শিশুপুত্রকে অপহরণ করে তার কক্ষে নিয়ে যায়। সেখানে আগে থেকে থাকা নাছির শেখ ও আল-আমিন তার শিশুপুত্রকে মুখ চেপে ধরে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। এরপর তার শিশুপুত্রের হাত-পা কস্টেপ দিয়ে পেঁচিয়ে লাশ একটি ট্রাভেল ব্যাগের ভেতর ভরে খাটের নিচে লুকিয়ে রাখে। এবং পরিস্থিতি নীরব হলে গুম করার উদ্দেশে ট্রাভেল ব্যাগ ভর্তি লাশ বংশী নদীর সিঙ্গাইর সেতুর নিচে পূর্ব-উত্তর পাশে কুচুরিপানার ভেতরে লুকিয়ে রাখে। পরে আটককৃত আসামিদ্বয়ের স্বীকারোক্তি ও দেখানো মতে বুধবার রাত সাড়ে ১১টার দিকে ব্যাগ ভর্তি তার শিশুপুত্রের মৃতদেহ উদ্ধার করা হয়।
×