ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শৈলকুপায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

প্রকাশিত: ০৪:৪২, ৬ জুলাই ২০১৮

শৈলকুপায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ৫ জুলাই ॥ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শৈলকুপায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে শৈলকুপার রয়েড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলো- ওই গ্রামের আফজাল হোসেন, আজাহার আলী, আফাঙ্গীর হোসেন, দুলাল হোসেন, মঞ্জুরা খাতুন, রুপিয়া খাতুনসহ ১০ জন। জানা গেছে, দীর্ঘদিন ধরে উমেদপুর ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সাব্দার হোসেন মোলা এবং একই ইউনিয়নের অপর আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বাবুলের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। গত শুক্রবার মিজানুর রহমান বাবুলের সমর্থক রয়েড়া দক্ষিণপাড়া গ্রামের কয়েকজন ব্যক্তি সাব্দার মোলার গ্রুপে যোগদান করে। এ ঘটনার পর থেকে ওই গ্রামে উত্তেজনা চলে আসছিল। তারই জের ধরে বৃহস্পতিবার সকালে রয়েড়া গ্রামে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। মীরসরাই কলেজ রোভার স্কাউটের শতবর্ষ উদ্যাপন নিজস্ব সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম, ৫ জুলাই ॥ রোভার স্কাউটের শতবর্ষ উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ রোভার স্কাউট মীরসরাই বিশ্ববিদ্যালয় কলেজ শাখা কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচী পালন করা হয়। এ সময় কলেজ প্রাঙ্গণে ফলদ, বনজ, ঔষধি ও নানান রকমের গাছ রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মীরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ নুরুল আফছার, উপাধ্যক্ষ নাছির উদ্দীন, ইংরেজী প্রভাষক সাইদুল ইসলাম, প্রফেসর জহির উদ্দীন, প্রফেসর নজরুল ইসলাম, প্রফেসর মিজানুর রহমানসহ রোভার স্কাউটের সদস্যবৃন্দ। এ সময় অধ্যক্ষ নুরুল আফছার বলেন, রোভার স্কাউটের জনক স্যার ব্যাডেন পাওয়েল বলেছিলেন ‘আপনি আপনার পরিবেশটাকে যেমনটা পেয়েছেন তার থেকে আরেকটু সুন্দর করে তুলুন’। আর এই সূত্র ধরে আজকের এই কর্মসূচী।
×