ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজশাহী বিশ্ববিদ্যালয় দিবস আজ

প্রকাশিত: ০৪:৪১, ৬ জুলাই ২০১৮

রাজশাহী বিশ্ববিদ্যালয় দিবস আজ

স্টাফ রিপোর্টার, রাজশাহী/ রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ৬ জুলাই। ১৯৫৩ সালের এই দিনে মাত্র ১৬১ শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠিত হয় উত্তরবঙ্গের এই সর্বোচ্চ বিদ্যাপীঠ। বর্ণাঢ্য আয়োজনে দিবসটি উদ্যাপন করার প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়কে সাজানো হয়েছে রঙ্গিন সাজে । ১৯৫৩ সালের ৩১ মার্চ প্রাদেশিক পরিষদে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন পাস হয়। একই বছরের ৬ জুলাই ইৎরাত হোসেন জুবেরীকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয়। সেই সময় পদ্মাপাড়ের বড় কুঠি ও রাজশাহী কলেজের বিভিন্ন ভবনে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়। ১৯৬১ সালে বড় কুঠি থেকে মতিহারের এই সবুজ চত্বরে আসে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। রাজশাহী শহর থেকে সাত কিলোমিটার দূরে পদ্মা নদীর তীর ঘেঁষে অবস্থিত এই ক্যাম্পাসটি ৩০৩ দশমিক ৮০ হেক্টর জমিতে স্থাপিত। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গৌরবের ৬৫ বছর পূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গ্রহণ করছে নানা কর্মসূচী। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আজ শুক্রবার সকাল ৯টায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন-ফেস্টুন ওড়ানো হবে। পরে বৃক্ষরোপণ শেষে অনুষ্ঠিত হবে শোভাযাত্রা। ফরিদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৫ জুলাই ॥ মধুখালীতে সড়কের পাশে গর্তে জমে থাকা পানিতে পড়ে মারা গেছে সিহাব শেখ (৮) নামে এক শিশু। বুধবার এ ঘটনা ঘটে উপজেলার রায়পুর ইউনিয়নের ব্যসদি গ্রামে। সিহাব শেখ ব্যসদি গ্রামের কৃষক আবু আলেপ শেখের ছেলে। শিশুটি স্থানীয় গাজনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল। দুই ভাই ও এক বোনের মধ্যে সিহাব সবার ছোট। জানা গেছে, বুধবার বেলা দেড়টার দিকে সিহাব স্কুল ছুটির পর তাদের পুরাতন বাড়ি থেকে কাঁঠাল নিয়ে গ্রামীণ সড়ক ধরে আনুমানিক দুইশ মিটার দূরে অবস্থিত তাদের নতুন বাড়িতে আসার পথে নিখোঁজ হয়। কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৫ জুলাই ॥ স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ হয়েছে। ফাঁসির দ-প্রাপ্ত ওই আসামির নাম লিয়াকত আলী। গৃহবধূ রহিমা খাতুন হত্যার দায়ে বৃহস্পতিবার দুপুরে জেলা দায়রা ও জজ আদালতের বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান এ রায় প্রদান করেন। আদালত সূত্র জানায়, ২০০৭ সালের ১৪ সেপ্টেম্বর গভীর রাতে মিরপুর উপজেলার আমলা-সদরপুর গ্রামে নিজ বাড়িতে লিয়াকত আলী তার স্ত্রী রহিমা খাতুনকে নির্যাতনের পর হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়। ঘটনার পরদিন রহিমার বাবা বাদী হয়ে মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
×