ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে তিন আমিরসহ জামায়াতের ৭ নেতা গ্রেফতার

প্রকাশিত: ০৪:৪১, ৬ জুলাই ২০১৮

রাজশাহীতে তিন আমিরসহ জামায়াতের ৭ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে নাশকতার পরিকল্পনার অভিযোগে পবা ও গাদাগাড়ীতে অভিযান চালিয়ে জামায়াতের তিন আমিরসহ সাত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- পবা উপজেলা পশ্চিম জামায়াতের আমির ও উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুন নেছার স্বামী আব্দুর রহিম ও একই উপজেলার পূর্ব জামায়াতের আমির জালাল উদ্দিন। এ ছাড়াও গোদাড়ীতে গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার দেওপাড়া ইউনিয়ন জামায়াতের আমির আয়নাল হক, একই উপজেলার মাটিকাটা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, ঋষিকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সভাপতি আসলাম হোসেন, পাকরি ইউনিয়নের জামায়াতের রোকন নোমান আলী ও গোদাগাড়ী পৌরসভা শিবিরের রোকন সাদিকুল ইসলাম। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মহানগর পুলিশের কর্ণহার থানার সাংসরিয়া কুড়িহাট এলাকার নিজ বাড়ি থেকে আব্দুর রহিম এবং বেলা সাড়ে ১১টার দিকে কাটাখালি থানার হাজরাপুকুর এলাকার নিজ বাড়ি থেকে জালাল উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। সিটি নির্বাচন কেন্দ্র করে নাশকাতার পরিকল্পনার অভিযোগে তাদের গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ। এ দিকে, জেলা পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুর রাজ্জাক খান জানান, গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ আলীম মাদ্রাসায় গোপন বৈঠক চলাকালে জামায়াত শিবিরের পাঁচ নেতাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় সেখানে তারা গোপন বৈঠক করছিল।
×