ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

একজন রাজকুমার হিরানি ও সঞ্জু

প্রকাশিত: ০৭:০৯, ৫ জুলাই ২০১৮

একজন রাজকুমার হিরানি ও সঞ্জু

রাজকুমার হিরানিকে এখন বলিউডের সবচেয়ে সফল এবং কাক্সিক্ষত চিত্রনির্মাতাদের একজন বিবেচনা করা হয়। কারণ এ পর্যন্ত তার পরিচালিত কোন সিনেমাই ব্যর্থ হয়নি। সামাজিক নানা অসঙ্গতি, অব্যবস্থা, দুর্নীতি, অন্যায় ইত্যাদি হাল্কা মেজাজে তুলে ধরার ক্ষেত্রে সেলুলয়েডে নতুন এক বিপ্লবের সূচনা করেছেন তিনি আরও বেশ আগেই। এখন বলিউডে নিজেই আলাদা একটি ব্যান্ডে পরিণত হয়েছেন। রাজকুমার হিরানির নতুন কোন সিনেমা মানে অসাধারণ চমক, দর্শকদের জন্য নতুন এক অভিজ্ঞতা। হালে বলিউডে নতুন এক ঝড়ের সৃষ্টি করেছেন গুণী এই চিত্রনিমাতা। সেই ঝড়ের নাম ‘সঞ্জু’। এ ছবির জন্য হিন্দী সিনেমার অগণিত দর্শক এতদিন অপেক্ষায় ছিলেন। সম্প্রতি মুক্তি পেয়েছে বহুল আলোচিত দীর্ঘ প্রতীক্ষিত হিন্দী সিনেমা ‘সঞ্জু’ বলিউডের বিতর্কিত এক জনপ্রিয় সুপারস্টার সঞ্জয় দত্তের বায়োপিক সিনেমা ‘সঞ্জু’ নির্মাণের ঘোষণার পর থেকে ছবিটিকে কেন্দ্র করে নানা জল্পনা-কল্পনার ডালপালা মেলেছিল। কারা ছবিটিতে অভিনয় করবেন, ছবির কাহিনীতে সঞ্জয় দত্তের জীবনের কোন ঘটনা তুলে ধরা হবে ইত্যাদি বিষয় নিয়ে দর্শকদের কৌতূহলের অন্ত ছিল না। মুন্না ভাই এমবিবিএস ‘লাগে রহো মুন্না ভাই’, ‘থ্রি ইডিয়টস,’ পিকে ছবিগুলোর গুণী এই পরিচালক ‘সঞ্জু’ ছবিটি পরিচালনা করেছেন। যে কারণে এ ছবিটিকে ঘিরে সবার প্রত্যাশা ছিল বেশি। বলিউডে এখন বায়োপিক মুভির জোয়ার চলছে। তুলনামূলকভাবে বায়োপিক মুভির প্রতি দর্শকদের আগ্রহ একটু বেশি থাকে, ছবিগুলোর ব্যবসাও বেশ ভাল হয়। যে কারণে আজকাল বলিউডে বায়োপিকের হুজুগ চলছে। সঞ্জয় দত্তের জীবনটা নানা কারণে আলোচিত এবং বিতর্কিত। চরম নাটকীয়তায় পরিপূর্ণ বিখ্যাত এই অভিনেতার ভক্ত অনুরাগীর সংখ্যা এখনও কম নয়। হিন্দী চলচ্চিত্রের বিখ্যাত এক অভিনয় শিল্পী দম্পতির সন্তান সঞ্জয় দত্ত হিন্দী সিনেমায় নায়করূপে অভিষিক্ত হয়েছিলেন ১৯৮১ সালে ‘রকি’ ছবির মাধ্যমে প্রথম অভিনীত ছবিতেই দর্শকদের নজর কেড়েছিলেন তরুণ এই তারকাপুত্র। তার জীবনে বিভিন্ন সময় ঘটেছে অনেক অপ্রত্যাশিত ঘটনা। ফলে নেমে এসেছে চরম বিপর্যয়। মাদকাসক্ত হয়ে অভিনয় জগত থেকে দূরে সরে গেছেন কোন সময়ে আবার কখনও অবৈধ অস্ত্র রাখার দায়ে অভিযুক্ত হয়ে গ্রেফতার হয়েছেন, সন্ত্রাসীদের মতো চড়াও হয়েছেন সাংবাদিকদের ওপর, অবেধ অস্ত্র রাখাসহ আন্ডারওয়ার্ল্ডের লোকজনের সঙ্গে সখ্যতা গড়ে তুলেছেন কখনও আদালত এর রায়ে সাজাপ্রাপ্ত হয়ে বেশ কয়েক বছর জেল খেটেছেন। তার জীবনে বিভিন্ন সময়ে এসেছে বেশ কয়েক নারী, যারা নানা কারণে আলোচিত এবং বিখ্যাত ছিলেন। সবকিছু মিলিয়ে একজন সঞ্জয় দত্ত তার এক জীবনে কখনও নায়ক কখনও খলনায়ক হিসেবে সবার কাছে আবির্ভূত হয়েছেন বিখ্যাত এই অভিনেতার বায়োপিকে নাম ভূমিকায় অভিনয় করেছেন নতুন প্রজন্মের আরও এক জনপ্রিয় তারকা অভিনেতা রণবীর কাপুর। পর্দায় সঞ্জয় দত্ত সেজেছেন রণবীর। একজন অভিনেতা হয়ে আরেক অভিনেতার চরিত্রে যথাযথ রূপদান ছিল তার জন্য। সঞ্জু বড় চ্যালেঞ্জ। ‘সঞ্জু’ ছবিতে রণবীরের দুর্দান্ত অভিনয় চমকে দিয়েছে দর্শক সমালোচক সবাইকে। নিখুঁত অভিনয় করেছেন তিনি। পর্দায় রণবীর কাপুরকে দেখে দর্শক ধন্দে পড়ে গেছেন। এ কাকে দেখছেন সঞ্জয় দত্ত নাকি রণবীর কাপুর? এখানেই অভিনেতা রণবীর কাপুরের সার্থকতা। ‘সঞ্জু’ ছবিটি দেখার পর অনেকেই বলে দিয়েছেন বলিউডে আগামী বছর সেরা অভিনেতা হিসেবে বিবেচিত হবেন রণবীর। একজন অভিনেতা গ্যাংস্টার, মাদকাসক্ত মানুষ, জেলখানার কয়েদি প্রেমিক, স্বামী সঞ্জয় দত্তের জীবনের বিচিত্ররূপ ফুটিয়ে তুলতে অনেক পরিশ্রম করেছেন তিনি। কোনভাবেই আপোস করেননি। স্বয়ং সঞ্জয় দত্ত তার ভূমিকায় রণবীরের অভিনয় দেখে থ হয়ে গেছেন। অভিনয়ের ব্যাপারে রণবীর সব সময়েই সিরিয়াস থাকেন। কিন্তু গত কয়েক বছর ধরে তার ক্যারিয়ারে ক্রমাগত ব্যর্থতা একেবারে খাদের কিনারে নিয়ে গেছে। বলিউডে রণবীর ক্রমেই অনালোকিত তারকা হিসেবে বিবেচিত হচ্ছিলেন তিনি আবার ঝলসে উঠতে পারেন কিনা সংশয় সৃষ্টি হয়েছিল এক ‘সঞ্জু’ ছবির মাধ্যমে রণবীর কাপুর আবার টপ ফর্মে ফিরে এসেছেন। ইতোমধ্যে সুপারহিট সিনেমার কাতারে চলে এসেছে ‘সঞ্জু’। বক্স অফিসে সাফল্যের নতুন রেকর্ড সৃষ্টি করেছে এ ছবি। সঞ্জয় দত্তের জীবনে প্রেমিকা, বান্ধবী, শুভাকাক্সক্ষী হিসেবে বিভিন্ন সময়ে বিভিন্ন নারীর আক্রমণ ঘটেছে। রুপালি পর্দায় সেই চরিত্রগুলো রূপায়ণ করেছেন বলিউডের বেশ কয়েক নামী-দামী জনপ্রিয় অভিনেত্রী। মনীষা কৈরালা থেকে শুরু করে দিয়া মির্জা, সোনম কাপুর, আনুশকা শর্মা, কারিশমা ভান্না, টাবু, এক সঙ্গে বলিউডে এত বেশি সংখ্য অভিনেত্রীকে একটি ছবিতে যথাযথভাবে উপস্থিত করাটাও ছিল দারুণ চ্যালেঞ্জ। ‘সঞ্জু ছবিতে রণবীর কাপুরের পাশে এই অভিনেত্রীদের কাউকে অনুকূল মনে হয়নি। তারা প্রত্যেকেই দুর্দান্ত অভিনয়ের চমক দেখিয়েছেন। বায়োপিক মুভির হুজুগে ‘সঞ্জু’ কোনভাবেই ভেসে যাওয়ার মতো চলচ্চিত্র নয়। ৫৮ বছর বয়সী সঞ্জয় দত্তের জীবন ক্ষণে ক্ষণে বাঁক নিয়েছে। সেটাই চিত্রায়িত করে প্রখ্যাত চিত্রনির্মাতা রাজকুমার হিরানি। একজন মানুষের মধ্য দিয়েই তুলে ধরতে চেয়েছেন জীবনের নানারূপ। রণবীর কাপুর তার অভিনয় জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং কাজটি চমৎকারভাবে সম্পাদন করেছেন। এ ছবি তাকে নতুন এক উচ্চতায় অধিষ্ঠিত করেছে নির্দ্বিধায় বলা যায়। গুণী চিত্র মুন্সিয়ানা দেখিয়েছেনÑ নির্দ্বিধায় বলে দেয়া যায়।
×