ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হটলাইন ১০৬-এ অভিযোগ ॥ হজ এজেন্সিতে অভিযান

প্রকাশিত: ০৬:৫৯, ৫ জুলাই ২০১৮

  হটলাইন ১০৬-এ অভিযোগ ॥ হজ এজেন্সিতে অভিযান

স্টাফ রিপোর্টার ॥ দুর্নীতি দমন কমিশন (দুদক) গ্রাহক কর্তৃক সংস্থাটির হটলাইনে (১০৬) পাওয়া অভিযোগের ভিত্তিতে হজ এজেন্সিতে ফের অভিযান চালিয়েছে। বুধবার রাজধানীর নয়াপল্টনে ইউনাইটেড স্টার্স লিমিটেড ও উইনওয়ার্ল্ড ট্রাভেলস ইন্টারন্যাশনাল নামক প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। বুধবার দুদকের এনফোর্সমেন্ট টিম এ অভিযান চালায়। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) জনকণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। দুদক টিম হজযাত্রীদের ফ্লাইট নির্ধারণ, মক্কা-মদিনায় বাসাভাড়া চুক্তি সম্পাদন, হাজীদের নির্বিঘ্নে মক্কা-মদিনায় অবস্থান নিশ্চিতকরণ ইত্যাদি বিষয়ে যাতে কোন দুর্নীতি না হয়, তা নিশ্চিত করতেই এ অভিযান চলানো হচ্ছে বলে হজযাত্রীদের অবহিত করা হয়। জনসংযোগ কর্মকর্তা জনকণ্ঠকে বলেন. সংশ্লিষ্ট সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় বিভিন্ন হজ এজেন্সি হাজীদের সঙ্গে প্রতারণা করছে এবং হজ পালনে অব্যবস্থাপনা ও দুর্নীতিতে নিমজ্জিত রয়েছে। দুদক অভিযোগ কেন্দ্রের হটলাইনে (১০৬) এমন একটি অভিযোগ আসার পর ওই অভিযোগের ভিত্তিতে দুদকের সহকারী পরিচালক তাজ-উল-ইসলামের নেতৃত্বে পুলিশসহ সাত সদস্যের এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করেন।
×