ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্টার জলসা, জি বাংলা নিয়ম মেনেই প্রদর্শিত হয় ॥ তথ্যমন্ত্রী

প্রকাশিত: ০৬:৫৬, ৫ জুলাই ২০১৮

  স্টার জলসা, জি  বাংলা নিয়ম  মেনেই প্রদর্শিত হয় ॥ তথ্যমন্ত্রী

সংসদ রিপোর্টার ॥ বিদেশী চ্যানেলগুলো নির্দিষ্ট কিছু নিয়ম নীতির মাধ্যমে প্রদর্শিত হয়। তাছাড়া চ্যানেল অনুমোদনের জন্য উচ্চ পর্যায়ের একটি কমিটি রয়েছে। সেই কমিটি পরীক্ষা নিরীক্ষার পর ছাড়পত্র দিলেই কেবল বাংলাদেশে বিদেশী চ্যানেল প্রদর্শন করার অনুমতি দেয়া হয়। ভারতীয় স্টার জলসা, জি বাংলায় বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে সাংঘর্ষিক কিছু থাকলে আইনানুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নূরজাহান বেগমের সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। প্রশ্নকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিদেশী এসব চ্যানেল নতুন প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। নতুন প্রজন্মের মাঝে নেতিবাচক ধারণা যাচ্ছে। এসব সমাজ বিধ্বংসকারী চ্যানেল বন্ধ করা হবে কি না? জবাবে তথ্যমন্ত্রী জানান, বিদেশী চ্যানেলসমূহ যেগুলো বাংলাদেশে প্রদর্শিত হয় সেগুলো নির্দিষ্ট কিছু নিয়ম নীতির মাধ্যমে প্রদর্শিত হয়। এসব চ্যানেল অনুমোদনের জন্য উচ্চ পর্যায়ের একটি কমিটি আছে। সেই কমিটি বিষয়গুলো পর্যালোচনা করে, বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা করে সন্তুষ্ট হলেই কমিটি যখন ছাড়পত্র দেয় তখন সেগুলো বাংলাদেশে প্রদর্শন ছাড়পত্র দিয়ে থাকি। তিনি বলেন, বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতি বা রাষ্ট্র নিরাপত্তা প্রসঙ্গে যদি কোন ঝুঁকিপূর্ণ বিষয় থাকে বা সাংঘর্ষিক বিষয় থাকে সেসব চ্যানেলগুলো বাংলাদেশে যাতে প্রদর্শিত না হয় সে বিষয়ে প্রশাসনিক পদক্ষেপ নিয়ে থাকি। যে চ্যানেলগুলোর কথা বলা হয়েছে তাদের বিষয়বস্তু দেখেছি, দেখার পরেই অনুমোদন দিয়েছি। এই অনুমোদন দীর্ঘদিন ধরে চলে আসছে। বিষয়টা পুনঃপরীক্ষা করে দেখতে পারি। প্রশ্নকারীর উদ্দেশ্যে তথ্যমন্ত্রী বলেন, ‘উনি ভারতীয় চ্যানেলের কথা শুধু বললেন। বাংলাদেশে জাপান, চায়না, ইউরোপ, আমেরিকার অনেক চ্যানেল প্রদর্শিত হয়ে থাকে।
×