ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হাসান সরকারের বাসায় গাজীপুরের নব নির্বাচিত মেয়র

প্রকাশিত: ০৬:৫৫, ৫ জুলাই ২০১৮

 হাসান সরকারের বাসায় গাজীপুরের নব নির্বাচিত মেয়র

স্টাফ রিপোর্টার, গাজীপুর ও নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ৮ দিন পর পরাজিত বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন নবনির্বাচিত মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম। বুধবার দুপুরে টঙ্গী আউচপাড়া মৃত্তিবাড়ি রোডের আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশনে এ সৌজন্য সাক্ষাত করেন। কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম তার ছয়দানাস্থ বাস ভবন থেকে বের হয়ে বুধবার বেলা সাড়ে ১২টার দিকে হাসান উদ্দিন সরকার প্রতিষ্ঠিত টঙ্গীর মরহুম আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশনে যান। নব নির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম দেখা করতে যাবেন এমন খবর পেয়ে আগে থেকেই তার নিজের প্রতিষ্ঠিত ফাউন্ডেশনে দলীয় নেতাকর্মীদের নিয়ে অবস্থান করতে থাকেন হাসান উদ্দিন সরকার। এ সময় জাহাঙ্গীর আলমের সঙ্গে সদ্যনির্বাচিত দলীয় কিছু কাউন্সিলরও উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর আলম ও হাসান উদ্দিন সরকারের দু’জনের সঙ্গে দেখা হতেই জড়িয়ে ধরে তারা একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশলবিনিময় করেন।
×