ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কোম্পানি পরিচালক পদ

সেলিব্রেটি শেফ টমি মিয়া যুক্তরাজ্যে সস্ত্রীক ‘অযোগ্য’ ঘোষিত

প্রকাশিত: ০৬:৫৪, ৫ জুলাই ২০১৮

 সেলিব্রেটি শেফ টমি মিয়া যুক্তরাজ্যে সস্ত্রীক ‘অযোগ্য’ ঘোষিত

যুক্তরাজ্যে কোম্পানি পরিচালক পদে ৭ বছরের জন্য ‘অযোগ্য’ ঘোষিত হলেন সেলিব্রেটি শেফ টমি মিয়া ও তার স্ত্রী। এডিনবরায় বিখ্যাত ব্যবসা প্রতিষ্ঠান রাজ হোটেলের আর্থিক লেনদেন সংক্রান্ত নথিপত্র সরবরাহে ব্যর্থ হওয়ায়, কোম্পানির ব্যাংক এ্যাকাউন্ট থেকে মিলিয়ন পাউন্ড উধাও এবং ২,২৮,৯২০ পাউন্ড ট্যাক্স বকেয়া রাখার কারণে বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ শেফ টমি মিয়া ও তার স্ত্রী আনোয়ারা সাত বছরের জন্য কোন কোম্পানির পরিচালক পদে নিষিদ্ধ ঘোষণা করেছে আদালত । রায় ঘোষণার সময় তারা কেউ আদালতে উপস্থিত ছিলেন না। কারি শিল্পে অবদান এবং রান্নায় বিশেষ পারদর্শিতার জন্য বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া শেফ টমি মিয়ার প্রকৃত নাম মোহাম্মেদ আজমান মিয়া। স্কটল্যান্ডের রাজধানী এডিনবরার রাজ রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা তিনি। গত বছর ব্রিটেনের রানীর জন্মদিনে হসপিটালিটি ইন্ডাস্ট্রি ও চ্যারিটিতে অবদানের জন্য টমি মিয়াকে মেম্বার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (এমবিই) সম্মাননা প্রদান করা হয়। তার বিরুদ্ধে আদালতের ওই সিদ্ধান্তের খবর দিয়ে স্কটিশ মিডিয়া তাদের প্রতিবেদনে বলে, এই ঘটনায় টমি মিয়াকে ব্রিটিশ রানীর দেয়া সম্মাননা প্রত্যাহার করা হতে পারে। পাশাপাশি জরিমানা ও তিন মাস পর্যন্ত সাজা হতে পারে তার। আদালত সূত্রে জানা যায়, কোম্পানির ব্যাংক এ্যাকাউন্ট থেকে ১ মিলিয়ন পাউন্ড সরানো হয়েছে যার কোন সুনির্দিষ্ট রেকর্ড পাওয়া যায়নি। আনুষ্ঠানিক ভাবে কোম্পানিটি বন্ধ ঘোষণার পরও কোম্পানির এ্যাকাউন্ট থেকে চেক ইস্যু করা হয়েছে এবং এর প্রমাণ মিলেছে। ব্রিটিশ সরকারের ইনসলভেন্সি বিভাগ প্রচারিত প্রজ্ঞাপনে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা গেছে। এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে আগামী ৬ মার্চ ২০২৫ সাল পর্যন্ত। কোম্পানির মোট বকেয়া ট্যাক্সের পরিমাণ ২,২৮,৯২০ পাউন্ড। ম্যারিফিল্ড ডেভলাপমেন্ট লিমিটেড (এমডিএল) নামের কোম্পানিটি চালু হয় ২০০৪ সালে। এই কোম্পানির অধীনে পরিচালিত হতো এডিনবরার রাজ হোটেল। মোহাম্মদ আজমান মিয়া ওরফে টমি মিয়া উক্ত কোম্পানিতে ডাইরেক্টর হিসাবে যোগ দেন ৩০ জানুয়ারি ২০১২ সালে। তার স্ত্রী মিসেস আনোয়ারা আক্তার মিয়া এমডিএলের ডাইরেক্টর। -বিজ্ঞপ্তি
×