ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হোমসে আইএস নেতা বাগদাদির ছেলে নিহত

প্রকাশিত: ০৬:৩৯, ৫ জুলাই ২০১৮

  হোমসে আইএস  নেতা বাগদাদির ছেলে নিহত

সিরিয়ার হোমস শহরে ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ নেতা আবু বকর আল বাগদাদির এক ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার আইএসের একটি নতুন চ্যানেলের প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে বলে খবর ওয়েবসাইট। চ্যানেলটিতে সম্প্রচারিত এক বিবৃতিতে বলা হয়েছে, হোমসের তাপ-বি্যুত কেন্দ্রে নুসেরিয়া ও রুশদের বিরুদ্ধে এক অভিযানে বাগদাদির ছেলে হুদায়ফাহ আল বাদরি নিহত হয়েছেন। ‘নুসেরিয়া’ শব্দ দিয়ে সিরিয়ার আলাউয়িত সম্প্রদায়কে বোঝানো হয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এই আলাউয়িত সম্প্রদায়ের। বিবৃতিতে স্বয়ংক্রিয় রাইফেল বহনকারী এক কিশোরের ছবি দেখানো হয়েছে, তবে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। বাগদাদি কোথায় আছেন তা অজ্ঞাত থাকলেও ওই বিবৃতির ভাষ্যে বাগাদাদি এখনও জীবিত আছেন এমন ধারণাই দেয়া হয়েছে। ২০১৪ সালে আইএস জঙ্গীরা উত্তর ইরাকের অধিকাংশ এলাকা দখল করে নেয়ার পর মসুলের এক মসজিদ থেকে একটি খিলাফতের ঘোষণা দিয়েছিলেন বাগদাদি। তারপর থেকে আইএস বিরোধী বিভিন্ন অভিযান চলাকালে বাগদাদি নিহত বা আহত হয়েছেন, এমন দাবি বার বারই করা হয়েছে।
×