ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গুহায় আটকেপড়া থাই কিশোরদের সঙ্গে থাকতে চান ২ ডাক্তার

প্রকাশিত: ০৬:৩৮, ৫ জুলাই ২০১৮

 গুহায় আটকেপড়া থাই কিশোরদের সঙ্গে  থাকতে চান ২ ডাক্তার

প্রায় দশদিন গুহায় আটকে থাকা ১২ কিশোর ফুটবলার ও তার কোচের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছাতে পেরেছে উদ্ধারকারীরা। এখন তাদের নিরাপদে বের করে নেয়ার উপায় খুঁজছেন তারা। থাইল্যান্ডের কর্মকর্তারা বলছেন, গুহায় আটকে থাকা ১২ কিশোর ফুটবলার ও তার কোচকে বের করে আনার ক্ষেত্রে কোন ধরনের ঝুঁকি নিতে চান না তারা। -খবর বিবিসির। আটকে থাকা এসব কিশোর প্রায় দশ দিনের মধ্যে প্রথমবারের মতো খাবার ও ওষুধ পেয়েছেন। সাতজন ডুবুরি যাদের মধ্যে একজন ডাক্তার ও একজন নার্সও ছিলেন, তারা গুহার মধ্যে গিয়ে আটকে থাকা দলটির সঙ্গে দেখা করেছেন। থাইল্যান্ডের উত্তরে ওই গুহার মধ্যে প্রায় নয়দিন ধরে আটকে থাকার পর মঙ্গলবার তাদের সন্ধান পায় উদ্ধার কর্মীরা। একটি ফুটবল সেশন শেষে কোচের সঙ্গে গুহার মধ্যে গিয়েছিল ওই ১২ কিশোর। কিন্তু এরপরই প্রবল বৃষ্টি শুরু হলে তাদের বের হওয়ার পথ বন্ধ হয়ে যায়। যে গুহায় তারা আটকা পড়েছে সেটি থাইল্যান্ডের দীর্ঘতম গুহাগুলোর একটি। এ দিকে ১২ কিশোর ও তাদের ফুটবল কোচের শারীরিক অবস্থা ভাল আছে বলে নতুন একটি ভিডিওতে দেখা গেছে। থাইল্যান্ড নৌবাহিনীর নেভি সিল টিমের ওই ভিডিওটিতে হাস্যোজ্জ্বল ১৩ জনের সবাই নিজেদের নাম জানিয়ে থাই রীতি অনুসারে অভিবাদন জানিয়েছেন। তাদের উদ্ধার করে বাইরে নিয়ে আসতে কয়েক মাসও লেগে যেতে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। কর্মকর্তারা জানিয়েছেন, গুহার বাইরে বের করে আনতে হয় ওই ১৩ জনকে যন্ত্রপাতিসহ ডাইভিংয়ের প্রশিক্ষণ দিতে হবে অথবা পানি নেমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেশটিতে বর্ষা ঋতু মাত্র শুরু হওয়ায় কবে পানি কমবে তা নিয়ে উদ্বেগ আছে। এই ঋতু যত অগ্রসর হবে থাম লুয়াং গুহায় পানির স্তরও তত বাড়বে। থাই নেভি সিলের ফেসবুক পেজে দেয়া নতুন ভিডিওতে গুহার অভ্যন্তরে থাকা কিশোর দলের সদস্যদের শরীর উষ্ণ রাখতে তাদের কম্বলের ব্যাগ দিয়ে মুড়িয়ে দিতে দেখা গেছে। টর্চের মৃদু আলোতে ডুবুরিদের পাশে বসে তারা একে একে নিজেদের নাম জানিয়ে স্থানীয় রীতি অনুযায়ী হাত জোড় করে ‘ওয়াই’ সম্ভাষণ জানায়। আরও দুটি ভিডিওর একটিতে এক সামরিক চিকিৎসককে কিশোর দলটির সদস্য ও তাদের কোচের হালকা কাটাছেঁড়ার চিকিৎসা করতে এবং অপরটিতে ‘কখন খাবার আসবে’ সে বিষয়ে কিশোরদের প্রশ্ন করতে দেখা গেছে। গুহার ভেতরে আটকা পড়া ১৩ জনের ওই দলটির সঙ্গে সব সময় দুইজন করে নেভি সিলের ডুবুরি থাকবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
×