ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাশ্মীরে অমরনাথের পথে ভূমিধস, ৫ পুণ্যার্থীর মৃত্যু

প্রকাশিত: ০৬:৩৮, ৫ জুলাই ২০১৮

  কাশ্মীরে অমরনাথের  পথে ভূমিধস, ৫  পুণ্যার্থীর মৃত্যু

জম্মু ও কাশ্মীরের ব্রারিমার্গের কাছে আকস্মিক বন্যার কারণে সৃষ্ট ভূমিধসে অমরনাথ যাত্রায় থাকা পাঁচ পুণ্যার্থী নিহত হয়েছেন। বুধবারের এ ঘটনায় আরও চার পুণ্যার্থী আহত হয়েছেন। খবর এনডিটিভির। অমরনাথ যাত্রার বালটাল রুটে যেতে ব্রারিমার্গ এলাকাটি পড়ে। এক পুলিশ কর্মকর্তা বলেছেন, বালটাল রুটের রেইলপাত্রি ব্রারিমার্গের মাঝামাঝি ভূমিধসের ঘটনাটি ঘটেছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠিয়েছে। আহতদের একজনের অবস্থা সঙ্কটজনক বলে জানা গেছে। একইদিন অমরনাথ যাত্রায় থাকা আরও তিন পুণ্যার্থী মারা গেছেন। এদের মধ্যে দুজন অন্ধ্রপ্রদেশ রাজ্যের বাসিন্দা। এদের নিয়ে চলতি বছরের অমরনাথ যাত্রায় এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হলো। বুধবার সকালে বালটাল বেইজ ক্যাম্পে নিজেদের সম্প্রদায়ের রান্নাঘরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অন্ধ্রপ্রদেশের ৭৫ বছর বয়সী নারী থোট রাধনাম মারা যান। এদিন অন্ধ্রের অনন্তপোরা থেকে আসা রাধাকৃষ্ণা শাস্ত্রি নামের ৬৫ বছর বয়সী আরেক নারীও অমরনাথ মন্দিরের নিকটবর্তী সঙ্গমে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। এর আগে মঙ্গলবার সকালে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন উত্তরাখ-ের পুষ্কর যোশির মৃত্যু হয়। একদিন আগে সোমবার ব্রারিমার্গ ও রেইলপাত্রি এলাকার মাঝে খসেপড়া পাথরের আঘাতে আহত হয়েছিলেন তিনি। ২৮ জুন থেকে ৬০ দিনব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের বার্ষিক অমরনাথ যাত্রা শুরু হয়েছে। এ পর্যন্ত ৩৬ হাজার ৩৬৬ পুণ্যার্থী তিন হাজার ৮৮৮ মিটার উঁচু অমরনাথ গুহা মন্দিরটি পরিদর্শন করেছেন বলে জানিয়েছে এনডিটিভি। দক্ষিণ কাশ্মীরের হিমালয় পর্বতমালার এই গুহা মন্দিরটিতে যেতে দুটি পথ ব্যবহার করেন পুণ্যার্থীরা। এর একটি কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহলগাম থেকে ৩৬ কিলোমিটারের একটি রুট ও অপরটি গানন্দেরবাল থেকে ১২ কিলোমিটারের বালটাল রুট। চলতি বছর ভারি বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার শঙ্কায় কয়েক ঘণ্টা দেরি হওয়ার পরও ২৮ জুন থেকেই অমরনাথ যাত্রা শুরু হয়। ২৬ আগস্ট রাখি বন্ধনের দিনে এ যাত্রা শেষ হবে।
×