ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

তেলের উৎপাদন বাড়াতে রাজি সৌদি আরব

প্রকাশিত: ০৬:৩৭, ৫ জুলাই ২০১৮

 তেলের উৎপাদন বাড়াতে রাজি সৌদি আরব

সৌদি আরবের মন্ত্রিসভা মঙ্গলবার বিশ্ববাজারে তেলের বাজারের ভারসাম্য বজায় রাখার জন্য তার অতিরিক্ত উৎপাদন ক্ষমতা ব্যবহার করে তা বৃদ্ধি করার প্রস্তুতি নিশ্চিত করেছে। বাদশাহ সালমানের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। খবর সৌদি গেজেটের। মন্ত্রিপরিষদের বিবৃতিতে বলা হয়, সরবরাহ ও চাহিদার কথা বিবেচনা করে ভবিষ্যতের কোন পরিবর্তন মোকাবেলা করার প্রয়োজন হলে এবং অন্যান্য উৎপাদনকারী দেশের সঙ্গে সমন্বয় সাধনের জন্য যখন প্রয়োজন হবে তখনই তারা অতিরিক্ত উৎপাদন ক্ষমতা সম্পন্ন করার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রীসভার সদস্য ও ভারপ্রাপ্ত তথ্যমন্ত্রী ডাঃ ইসাম বিন সাদ বলেন, বাদশাহ মন্ত্রীপরিষদের সদস্যদের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার টেলিফোন আলোচনার বিষয়ে অবহিত করেন। যেখানে দুই নেতা বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি বজায় রাখার প্রয়াসে তেলের বাজার স্থিতিশীলতার ওপর জোর দেন। মন্ত্রীপরিষদ জোর দেন যে, দেশের পেট্রোলিয়াম নীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্যগুলোর মধ্যে একটি হলো তেলের বাজার ভারসাম্য ও স্থিতিশীলতা অর্জনের পাশাপাশি অন্য উৎপাদনকারী দেশসমূহ এবং প্রধান ভোক্তা দেশসমূহের সঙ্গে সমন্বয় ও পরামর্শে সম্পৃক্ত হওয়া। সৌদি প্রেস এজেন্সিতে দেয়া এক বিবৃতিতে একজন মন্ত্রী বলেন, এছাড়াও মন্ত্রীপরিষদ সাধারণ স্বার্থ অর্জন ও বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি উদ্দীপিত করার প্রয়োজনে সরবরাহ প্রদানের ওপর জোর দিয়েছেন। এতে ওপেক ও তার বাইরের উৎপাদক দেশগুলোর মধ্যে গঠনমূলক সহযোগিতার প্রশংসা করেছে। যার ফলে বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় তেল সরবরাহ বাড়ানোর জন্য ২৫টি দেশের চুক্তিতে পরিণত হয়। অধিবেশনের শুরুতে বাদশাহ রমজান মাসে পবিত্র মসজিদ আল হারামে ওমরার অনুষ্ঠান সুষ্ঠুভাবে পালনের জন্য আল্লাহর প্রশংসা করেন। বাদশাহ সব ব্যক্তিমালিকানাধীন ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মীদের প্রচেষ্টায় ওমরার কার্যক্রম সফল করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। প্রতিষ্ঠানগুলো ওমরার সময় ওমরাহ পালনকারীদের একটি সমন্বিত, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখায় অবদান রাখার বিষয়টি উপলব্ধি করেন। ডাঃ ইসাম বলেন, মন্ত্রীপরিষদ আরব রাষ্ট্রগুলোর নিরাপত্তা রক্ষা ও স্থিতিশীলতা অর্জনের ব্যাপারে বাদশার তদারকি এবং আগ্রহের প্রশংসা করেছেন। বিশেষ করে মক্কা নগরীতে অনুষ্ঠিত সম্মেলনের কথা উল্লেখ করা হয়। আরব রাষ্ট্রগুলোর সংগঠনের মাধ্যমে জর্দানের অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে ওঠার উদ্যোগের অংশ হিসেবে বাদশাহ আবদুল্লাহর মক্কা সফর করেন। জর্দানের জন্য অর্থনৈতিক অনুদান সহায়তার প্যাকেজ দুই শ’ ৫০কোটি মার্কিন ডলা দেয়ার জন্য চুক্তির বিষয়ে সম্মতি দেয়া হয়। মন্ত্রিসভায় যুবরাজ বিন সালমানের সাম্প্রতিক রাশিয়া সফর ও দৃঢ় সম্পর্ক এবং সবক্ষেত্রে শক্তিশালী অবস্থান জোর দেয়ার বিষয়টি ব্যাখ্যা করা হয়। পারস্পরিক স্বার্থের বিষয়ে সমন্বয় ও পরামর্শ বজায় রাখার জন্য যে কাজটি দুই দেশের স্বার্থ ও তাদের জনগণের স্বার্থে কাজ করে বলে জানান হয়। হজ ও ওমরা মন্ত্রণালয়ের প্রতিবেদন পর্যালোচনা সম্পর্কে অবহিত হওয়ার পর হজের কার্যক্রম শুরু করার জন্য বিভিন্ন দেশের সরকার, জাতিগত ও প্রতিষ্ঠানগুলো থেকে প্রস্তাবিত সেব প্রাদানের ওপর জোর দেয়া হয়। ডাঃ ইসাম বলেন, মন্ত্রীপরিষদ কতৃপক্ষ বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে আলোচনা করে চুক্তি স্বাক্ষরের সিদ্ধান্ত নিয়েছে। তারা জাপানের মন্ত্রী ও সংস্থার সঙ্গে সহযোগিতা করে বিভিন্নক্ষেত্রে চুক্তি করবেন। যার মধ্যে বিচার, শিক্ষা, মানবিক মূলধন উন্নয়ন, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং পরিবহন খাত রয়েছে। বাণিজ্য ও বিনিয়োগমন্ত্রীর নেতৃত্বে একটি ই-কর্মার্স কাউন্সিল গঠনের অনুমোদন দেয়া হয়েছে।
×